“টুম্পা সোনা” এবারে শুধু আর চটুল গান নয়, বামেদের বিগ্রেড যাত্রাতেও বড় সঙ্গী সে—
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ তৃনমূল থেকে বিজেপি, কিংবা বাম কংগ্রেস জোট, বাদ যায়নি কেউই মন মাতানো স্লোগান নিয়ে ভোটের প্রচারে মাঠে নামতে। একদিকে যেমন “খেলা হবে” স্লোগানটিতে বেড়েছে দুই পক্ষের রাজনৈতিক প্রচার, অন্যদিকে তেমনি টুম্পা সোনাতেও মন মাতিয়েছে বাম সংগঠন। আসন্ন ২১ এর ভোটে নিজেদের জমি দখলের লড়াইতে স্লোগান দিয়ে জয়লাভ করতে মেতেছে দলগুলি। অভিজ্ঞতা ছাড়াও সময়ের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে আজকের যুব সম্প্রদায়ের পছন্দ-অপছন্দ বুঝতেই কি এই নব্য পন্থা?
“ইনকিলাব জিন্দাবাদ”, “ফেরাতে হাল, ফিরুক লাল”, “খেলা হবে কিংবা একুশে পালাবদল” এর মতো স্লোগানকে পিছনে ফেলে রেখে নেট জগৎ এর ভাইরাল আইটেম সং “টুম্পা সোনা” কেও স্লোগানে ঢুকিয়ে নিলো জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, শতরুপ ঘোষেদের তৈরি বাংলার বাম সংগঠনটি। যুব সমাজের প্রতিক হিসাবেই টুম্পাকে সাজানো হয়েছে তাই এই স্লোগানে, “যে টুম্পার খিদের জ্বালায় জ্বলছে পেট, ঘুষ না দিয়ে পায়নি টেট, সেই টুম্পাই দিচ্ছে ডাক, সব টুম্পাই ব্রিগেড যাক”।
তবে বাম সংগঠনের বেশ কিছু ব্যাক্তি এই টুম্পা সোনাকে নিয়ে প্রশ্ন তুললেও ‘টুম্পা সােনা’ নিয়ে বিদিশা বায়েন বলেন, একজন বাম সমর্থক বলেছেন, ” কমরেড”, এই গানটার পরিবর্তে অন্য গানের সুরে বিগ্রেডের ডাক দেওয়ার অনুরােধ করলাম। তথাকথিত চটুল সংস্কৃতির সঙ্গে তাে আমরা গা ভাসাতে চাই না”। টানা ৩৪ বছরের শাসনকাল থেকেই ব্রিগেডের সমাবেশ এর সঙ্গে বামেদের সম্পর্ক সেই দীর্ঘদিনের।
লোকসভা ভোটের আগেও ব্রিগেড সমাবেশ করেছিল বামেরা। শুধু বামই নয়, এই প্রচারে থাকছে বাম, কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এবং প্রচুর কর্মী-সমর্থক। যেখানে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে লড়াই করে আবারও বাংলাকে পুনরায় জয়লাভ করতে বদ্ধপরিকর, এমনটাই দাবি বাম নেতৃত্বদের।