December 10, 2024

হাঁসখালি ধর্ষণকান্ডে গ্রেফতার তৃণমূল নেতা সমরেন্দু

0
4cb0d7e8fb7536664ab5dc986f37543df3fd9c7b4ad12a7384d03abe5aa53c5f.0.jpg
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, নদীয়া ঃ অবশেষে নদীয়ার হাঁসখালিতে ঘটে যাওয়া গনধর্ষণকান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন ধর্ষক ব্রজগোপাল গয়ালির বাবা তথা স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দু গয়ালি। মঙ্গলবার দুপুর ২.৩০ নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় বলে সুত্রের খবর। সমরেন্দু গ্রেফতার হওয়ায় হাঁসখালি গণধর্ষণকাণ্ডের অনেক তথ্যই সামনে চলে আসবে বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে সিবিআইয়ের জালে ধরা পড়লেন বোঁয়াল। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সমরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিকরা। তলব করা হয় ব্রজগোপালের মা’কেও।



ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না সমরেন্দুর। অবশেষে তাঁর খোঁজ পেলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ঘটনার পর থেকে নদিয়ার বগুলায় গা ঢাকা দিয়েছিলেন তিনি। খবর পেয়েই সিবিআই আধিকারিকরা তাঁকে তলব করেন। মঙ্গলবার সিবিআইয়ের ক্যাম্পে সমরেন্দুকে ব্রজগোপালের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।

Advertisements

Leave a Reply