কৃষি আইন বাতিলের দাবিতে মশাল মিছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ জলপাইগুড়ি জেলায়

0

যেকোনো ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। যোগাযোগ ঃ ৬২৮৯২৩৫০৭৬

HnExpress ৪ঠা ডিসেম্বর, অরুণ কুমার, জলপাইগুড়ি ঃ কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের লড়াইয়ের সমর্থনে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরে বাম দল সমূহ ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মশাল মিছিল শহর পরিক্রমা করে। এদিন কৃষকদের বিপক্ষে কর্পোরেট স্বার্থে শ্রম আইনের বিপক্ষে এই মিছিলে যুবদের উদীপ্ত স্লোগান রীতিমতো শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

এদিন মিছিল সিপিআই (এম) জেলা দপ্তর থেকে শুরু হয়ে প্রভাত মোড়ে এলে, সেখানে নরেন্দ্র মোদীর কুশপুত্তলুকা দাহ করা হয়। মিছিলের নেতৃত্ব দেন সিপিআই (এম) জেলা নেতৃত্ব কৌশিক ভট্টাচাৰ্য, পীযুষ মিশ্র, বিপুল সান্যাল আর এসপি-র পক্ষে প্রকাশ রায়, ফরওয়ার্ড ব্লক এর সুবর্ণ রুদ্র সিপিআই (এমএল) লিবারেশন এর সুভাষ দত্ত, কংগ্রেস এর পক্ষে চন্দন ঘোষ প্রমুখ।

মিছিলের শেষে সিপিআই (এম) নেতা কৌশিক ভট্টাচাৰ্য বলেন, বর্তমানে এই কৃষক বিরোধী তিনটি আইনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা আক্রান্ত হচ্ছে। আজকের কেন্দ্রীয় সরকারের আচরণ ব্রিটিশ শাসনের কথা মনে করাচ্ছে। কৃষক একটা নতুন দিশা দেখাচ্ছে দেশের জনগণকে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply