January 23, 2025

বিচার পেলো না তিলোত্তমা, কিন্তু জামিন পেয়ে গেলো মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ

0
Img 20241214 Wa00004655556365415738636
Advertisements

HnExpress রাজ ঘোষাল, কলকাতা : বিচার পেলো না তিলোত্তমা। কিন্তু মুল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের জামিন (Bail Order) হয়ে গেলো এদিন। দীর্ঘদিন ধরে রাস্তায় ধর্না দিয়ে, রাত দখল করে শহরবাসী আন্দোলন করেও বিচার পাইয়ে দিতে ব্যর্থ হল। তবে জামিন পেলেও এখনো পুরোপুরি তারা মুক্ত নয়। তবুও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একটা! তিলোত্তমার (Tilottama) জন্য সারা দেশ সহ কলকাতা উত্তাল হয়েছিল, তাকে সত্যিকারের বিচার পাইয়ে দেবার জন্য এক জোট হয়েছিল।

সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররাও ওই আন্দোলনে সামিল হয়েছিল। কই মেয়েটা তো পেল না বিচার, এর পরের অবস্থা কি? নিরবে নিভৃতে আজও কাঁদে বিচারের বাণী। আবারো কি শহরের আনাচে কানাচে কোন এক ভয়ংকর কিছু অবস্থান করে বসে থাকবে ওত পেতে?

কারণ অপরাধীরা (Criminal) অপরাধ করেও ক্ষমতা বলে বেরিয়ে যায়, আর সাধারণ মানুষের বাড়ির মেয়েটাই ভয়ংকর ভাবে মৃতদেহে পরিণত হয়। নির্ভয়া কিন্তু পেরেছিল, তিলোত্তমা কিন্তু পারল না। এরপরে what next….? প্রশ্ন প্রতিটা সাধারণ মানুষের মনের কোণে, আপনারাও রেডি তো তিলোত্তমার কলকাতা (Kolkata)!

Advertisements

Leave a Reply