September 18, 2024

এবারে নোট বদলির আশঙ্কা বাংলাদেশ ঘিরে, ভারতীয় মুদ্রায় কমলো বাংলাদেশের টাকার দাম

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, বাংলাদেশ : এবারে নোট বদলির আশঙ্কা বাংলাদেশ ঘিরে, ভারতীয় মুদ্রায় কমলো বাংলাদেশের (Bangladesh) টাকার দাম। দেশের পুরানো নোট বাতিল হয়ে যেতে পারে কিংবা বদলে যেতে পারে বলে আশঙ্কা। সেই কারণেই কমে গেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্যও। সেনার অধীনেও নৈরাজ্য বহাল রয়েছে বাংলাদেশে। হত্যাপুরী বাংলাদেশে আবারও সারি সারি লাশের স্তুপ জমেছে, হিংসার ক্ষত চিহ্ন এঁকেছে বাংলার পদ্মাপারে। কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাওবা হোটেলেই পুড়িয়ে খুন করা হচ্ছে। এর মধ্যেই এবার বাংলাদেশের ব্যাঙ্কেও (Bangladesh Bank) চরম অস্থিরতা শুরু।

সূত্রের খবর, গভর্নর ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদের মধ্যেই একাংশ বিক্ষোভ শুরু করে দিয়েছে। চাপের মুখে ইস্তফা দিতে হয়েছে গভর্নর-সহ উচ্চপদস্থ কর্ম-কর্তাদের। সেনার নিরাপত্তায় কোনওক্রমে ব্যাঙ্ক ছাড়েন পদত্যাগী কর্তারা। বাংলাদেশী নোটের ওপর শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) ছবি। যার ফলে এই নোট বাতিল হয়ে যেতে পারে কিংবা বদলে যেতে পারে বলে আশঙ্কা। আর সেই কারণে কমে গেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্যও, এমনটাই মনে করা হচ্ছে।

বাংলাদেশে অস্থিরতার আগে পেট্রাপোল (Petrapole) সীমান্তে বাংলাদেশী ১০০ টাকার পরিবর্তে ভারতীয় মুদ্রায় মানি এক্সচেঞ্জে হত ৭১ টাকায়। তবে এবার বাংলাদেশী ১০০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ভারতের ৬৫ টাকা। প্রতি বাংলাদেশী ১০০ টাকায় ভারতীয় মুদ্রার হিসেব অনুযায়ী ৬ টাকা করে কম পাচ্ছে বর্তমানে। অন্যদিকে, অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজই চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম। গতকালই জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি (BNP) নেত্রী খালেদা জিয়া। কিন্তু বাংলাদেশে শান্তি ফেরাতে কি সক্ষম হবেন ইউনুস? সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। এদিকে ১৩ বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসের তালা খুললো জামাত বাহিনী।

Advertisements

Leave a Reply