পরকীয়ার জেরে স্বামীর যৌনাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

0


HnExpress ওয়েবডেক্স নিউজ, ব্যুরো রিপোর্ট ঃ বাংলাদেশের রংপুরে পরকীয়ার জেরে স্বামীর যৌনাঙ্গ কাটার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় আহত ব্যাক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানা গেছে যে, তাঁর শারীরিক অবস্থা নিতান্তই আশঙ্কাজনক। সুত্রের খবর, সোমবার গভীর রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এই ঘটনাটি ঘটেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তাফিজার রহমান জানান, মাগুরা জেলার রাহেনা নামে এক নারীর সঙ্গে মোবাইলের মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে সোলাইমান। বাংলাদেশের রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা অন্তর্গত শিমুলপাড়া গ্রামের বাসিন্দা সে, পেশায় ট্রাকের হেলপার। বছর দুয়েক আগে মাগুরা জেলার বাসিন্দা রাহেনার সাথে বিবাহ হয় তাঁর। বিয়ের এক বছর পরেই সোলাইমান তাঁর বিবাহিত স্ত্রীকে নিয়ে মিঠাপুকুরের গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন।



এরপর থেকেই নাকি রাহেনা স্বামী সোলাইমানের পরকীয়া নিয়ে সন্দেহ করতে শুরু করেন। দিন রাত এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। সেই ঝগড়ারই অবসান ঘটিয়ে সোমবার গভীর রাতে রাহেনা তার ঘুমন্ত স্বামীর ‘পুরুষাঙ্গ’ কেটে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীরা সোলাইমানকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পলাতক আসামি রেহেনা বিবির খোঁজ শুরু করেছে মিঠাপুকুর থানার পুলিশ।

Leave a Reply

%d bloggers like this: