অনুষ্ঠিত হতে চলেছে মলহার ড্যান্স গ্রুপ এর সপ্তমতম বাৎসরিক উৎসব, “মলহার ৭-এ পা”
HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতা ঃ সল্টলেক স্থিত লবণ হ্রদ মঞ্চে (BD Auditorium) আগামী ৩রা আগষ্ট মহা সমারহে অনুষ্ঠিত হতে চলেছে মলহার ড্যান্স গ্রুপ এর সপ্তমতম বাৎসরিক উৎসব “মলহার ৭-এ পা।” বিগত বছরের ন্যায় এবছরেও থাকছে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান।
সমাজের বিভিন্ন আলাদা আলাদা সেক্টর থেকে ভিন্ন ভিন্ন প্রতিভাবান গুণী ব্যাক্তিত্বদেরকে তাদের কাজের নিরিখে খুঁজে এনে এই মঞ্চ থেকে প্রত্যেককে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এদিন। আর এই কৃতি সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের নাম করণ করা হয়েছিল, “কুর্নিশ এ্যাওয়ার্ড”। হ্যাঁ, এই “কুর্নিশ এ্যাওয়ার্ড” প্রদান অনুষ্ঠান এর পথ চলা শুরু হয় ২০১৮ সালে মলহার ড্যান্স গ্রুপের হাত ধরে।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
এবছরেও যার ব্যাতিক্রম থাকছে না। বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত থাকছেন হিডকো’র চেয়ারম্যান দেবাশীষ সেন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। ক্লাসিক্যাল ড্যান্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের নৃত্যানুষ্ঠানের পাশাপাশি থাকছে নানান চমক। আর এই মর্মে “মলহার ড্যান্স গ্রুপ”র পক্ষ থেকে নৃত্যশিল্পী শ্রীতমা বারিক এবং দেবপম সরকার (সিনিয়র জার্নালিস্ট) আগত সকলকে জানাচ্ছেন সাদর আমন্ত্রণ।
এদিন অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৫.৩০ মিনিট নাগাদ। তাই এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা উপভোগ করতে হলে অবশ্যই এইদিন অন্য কোনো কাজ না রেখে স্বপরিবারে, স্ববান্ধবে আসতেই হবে সল্টলেকের বিডি অডিটোরিয়ামে।