আসন্ন কলকাতা বইমেলার দিন ঘোষণা করলো পাবলিশিয়ার্স এন্ড বুক সেলার্স গিল্ড
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ গতকাল কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আসন্ন কলকাতা বইমেলার দিন ঘোষণা করা হল। এদিন সাংবাদিক বৈঠকে পাবলিশিয়ার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সভাপতি শুধাংশু শেখর দে জানান যে, এ বছর বইমেলা শুরু হবে ৩১শে জানুয়ারি, আর শেষ হবে ১৩ই ফেব্রুয়ারি। মেলার উদ্যোগতারা জানান, এবার করোনা বিধি মেনেই বইমেলার আয়োজন করা হবে।
মেলায় মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ এবং সাথে ভ্যাক্সিন এর দুটি ডোজের শংসাপত্র থাকাটা বাধ্যতামূলক। এ বছর করোনার কথা মাথায় রেখে বিশেষ “ই” পাসের ব্যবস্থা করা হবে। যা পাওয়া যাবে গিল্ডের ওয়েবসাইট থেকেই। করোনার কথা মাথায় রেখে এবার স্টল ভাড়া বৃদ্ধি করা হবে না। মেলায় যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন থাকবে বলে জানান মেলার উদ্যোগতারা। সাথেই এবারের থিম বাংলাদেশ। মেলাটি অনুষ্ঠিত হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে।