January 15, 2025

এই সপ্তাহের শুরুতেই ভারতে লঞ্চ হতে চলেছে Oppo Reno 8T 5G নয়া সিরিজ, কি কি ফিচারস থাকতে পারে এক নজরে —

0
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ ২০২৩ এর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই আসতে চলেছে Oppo Smartphones এর নয়া চমক কিছু নয়া ফিচারসের সাথে। জানা গেছে, নতুন Oppo Reno 8T 5G ফোনে একটি স্ন্যাপড্রাগন 695 প্রসেসর থাকতে চলেছে। পাশাপাশি এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরার এক অনবদ্য সেটআপ। সেখানে থাকতে চলেছে 108 MP বিশিষ্ট মেইন সেনসর।

খুব শীঘ্রই ভারতে আসছে ওপ্পোর নতুন ফোন Oppo Reno 8T 5G স্মার্ট ফোনটি। আগামী ৩রা ফেব্রুয়ারি ভারতে এই ফোনটি লঞ্চ হবে। Oppo Reno 8 Series এর তৃতীয় মডেল হতে চলেছে এই ফোনটি। এর আগে লঞ্চ হয়েছে ভ্যানিলা মডেল Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro।

এখনও অব্দি জানা গেছে, নতুন Oppo Reno 8T 5G ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরার সেটআপ। সেখানে 108 MP মেইন সেনসর থাকতে পারে। এছাড়াও ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও।



ভারতে কেমন হতে পারে Oppo Reno 8T 5G ফোনের মূল্য?

সূত্রের খবর, এই ফোনে 8 জিবি র‍্যাম এবং 128 ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে চলেছে 29 থেকে 30 হাজার টাকার মধ্যেই। ফলে ধরে নেওয়া যেতেই পারে Oppo স্মার্ট ফোনের এই নয়া সিরিজ ভারতের মধ্যবিত্ত পরিবারের হাতের মুঠোর মধ্যেই থাকবে।

Oppo স্মার্ট ফোনের এই নয়া সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন কি কি থাকতে পারে তা এক নজরে —

এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড 13 based ColorOS 13- এর সাহায্যে। এই ফোনে একটি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন সমেত AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে 120 হার্টজ। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সেনসর। সাথে থাকছে মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ গোল্ড কালার ভেরিয়েন্ট অপশন।

Advertisements

Leave a Reply