বাংলায় তৈরি হল ৯ জন সাংসদকে নিয়ে বিজেপির নতুন পরিকাঠামো

0

HnExpress বাপ্পাই দত্ত : সম্প্রতি বাংলায় ৯ জন সাংসদকে নিয়ে তৈরি হলো বিজেপির এক নতুন পরিকাঠামো। বাংলার ক্ষমতায় থাকা শাসক দল বা তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভার ভোটে জয়ী হওয়ার জন্য সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে যেভাবে কাজে লাগাচ্ছে, যেমন- দিদিকে বল কর্মসূচি এবং জনসংযোগ ইত্যাদির মধ্য দিয়ে।

অন্যদিকে ঠিক তেমনিই কেন্দ্রীয় দল বিজেপিরও একের পর এক তাক করে দেওয়া পদক্ষেপ নাকি জোয়ারের নিঃশ্বাস ফেলেই চলেছে বাংলার দিকে, যেমন চা পে চর্চা। এখন বাংলার এরকম চাঞ্চল্য পরিস্থিতি হওয়ার কারণ হল একটাই, আর সেটা হলো একুশের বিধানসভার ভোট ! কে হবে বাংলার মুখ্যমন্ত্রী ? কে এই রাজ্যের শাসনভারের দায়িত্ব পাবে? এখন থেকেই তাই নিয়ে জোর জল্পনা কল্পনা, তার সাথে কপালে রয়েছে চিন্তার ভাঁজ দুই পক্ষেরই। এই দুই দল নিজেদের হাল ও ক্ষমতা বাংলার বুকে শক্ত করে ধরে রাখার জন্য এবং সুসংগঠিত করার জন্য চালিয়ে যাচ্ছে ভিন্ন ধরনের আয়োজন প্রণালী।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৬২৮৯২৩৫০৭৬।

যেন তেন প্রকারণেই জনগণের মন পেতে হবে বা ছুঁতে হবে এটিই হল তাঁদের আসল কার্যকারী উদ্দেশ্য। আর তাই এদিন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় সাফ জানিয়ে দিলেন যে, বাংলায় তারা ক্ষমতায় এলে সকল স্কুল মাস্টার থেকে এবং সরকারি কর্মীদের প্রমাণ সহিত বেতন বৃদ্ধি করবে এবং সেই সাথে কর্মীদের সপ্তম পে কমিশনও চালু করা হবে। এছাড়াও পশ্চিম বাংলার সকল মানুষদের সমস্ত রকম ভাবে সক্রিয় পরিষেবা দেওয়ার জন্য এবং রাজ্যের পরিস্থিতি বদলানোর জন্য বর্তমানে জয়ী আঠারো জন সাংসদের মধ্যে নয় জন সাংসদকে এদিন বিশেষ দায়িত্ব তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রীসভা।

যথা ঃ— ১• দিলীপ ঘোষ পেলেন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ২• রূপা গাঙ্গুলি পেলেন বাণিজ্য মন্ত্রক এর দায়িত্ব, ৩• শান্তুনু ঠাকুর বাণিজ্য মন্ত্রক, ৪• সুভাষ সরকার স্বাস্থ্য ও পরিবার বিষয়ক মন্ত্রক, ৫• লকেট চট্টোপাধ্যায় পেলেন তথ্য প্রযুক্তি মন্ত্রক, ৬• নিশীত পেলেন পরামাণিক তথ্যপ্রযুক্তি মন্ত্রক, ৭• জগন্নাথ সরকার পেলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এর পদ, ৮• অর্জুন সিং সোশ্যাল জাস্টিস এমপাওয়ারমেন্ট মন্ত্রক এর পদ এবং ৯• সুকান্ত মজুমদার পেলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রক এর দায়িত্বপদ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply