September 9, 2024

বাঁশদ্রোনী অঞ্চলে পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাঙ্কের নতুন শাখা উদ্বোধন করা হল

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা :
গতকাল পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাঙ্কের বাঁশদ্রোনী শাখায় সূচনা হলো নতুন এক প্রশস্ত প্লেস, যেটা ১/৫৩, নাকতলাতে স্থানান্তরিত করা হল। এই স্থানান্তরিত শাখাটিতে অন্যান্য সর্বপ্রকার সুবিধার সাথে যুক্ত হল এ.টি.ম এবং লকারের পরিষেবা। এই অঞ্চলে ব্যাঙ্কের এই শাখাটি তাদের উন্নততর পরিষেবার জন্য সর্বদা সমাদৃত হয়।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

আশা করা যায় আগামী দিনে এই শাখার সেবা গ্রাহকদের অধিকতর সন্তুষ্টি দিতে সমর্থ হবে। শুভ উদ্বোধন উপলক্ষে গতকাল সকালে নতুন শাখাটিতে ব্যাঙ্কর জোনাল ম্যানেজার শ্রী কামেশ শেঠি এবং এগজিকিউটিভ ডাইরেক্টর ডক্টর ফরিদ আহমেদ সহ উপস্থিত ছিলেন শাখার সকল কর্মীবৃন্দ। ডক্টর ফরিদ আহমেদ তাঁর সংক্ষিপ্ত ভাষনে সমস্ত এদিন গ্রাহকদের আন্তরিক অভিনন্দন জানান।

Advertisements

Leave a Reply