এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা দুষ্কৃতিদের, বাঁধা দেওয়ায় দাদার মাথায় চপারের আঘাত
HnExpress ১৮ই সেপ্টেম্বর, ইন্দ্রাণী সেনগুপ্ত, নারায়ণপুর ঃ আজ নারায়ণপুরের জোগার ডাঙ্গা এলাকায় কিছু দুষ্কৃতি একটি মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। তা দেখে তাঁর দাদা শেখ ইরফান আলী বাঁধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে সেই এলাকারই বেশ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই মর্মে নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ জিডি নেয়নি বলে অভিযোগ করেন ভিক্টিমের পরিবারের লোকজন।
সুত্রের খবর, নারায়ণপুরের জোগাড় ডাঙ্গা এলাকার এক মহিলা এদিন বাড়ির সামনেই ফুচকা খেতে যান। ঠিক সেই সময় এলাকার কিছু দুষ্কৃতী তাঁর হাত ধরে টানা হ্যাঁচড়া শুরু করে। এমনকি তাঁর শ্লীলতাহানিরও চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাস্থলে মহিলার দাদা শেখ ইরফান আলি এসে প্রতিবাদ করলে, তাঁকে বেপরোয়া ভাবে বেধড়ক মারধর করা হয়। এমনকি চপার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় বলেও অভিযোগ।
সুত্রের খবর অনুযায়ী আরও জানা গেছে যে, এরপরই নারায়ণপুর থানায় অভিযোগ রুজু করতে গেলে পুলিশ সেই অভিযোগ তো নেইনি। বরং উল্টে পুলিশ প্রশাসন ইরফানের পরিবারের লোকদের সাথে অসহযোগিতা শুরু করে বলে তাদের দাবী। তবে পরে এলাকাবাসীর চাপের মুখে পড়ে অভিযোগ নিলেও এখনো অব্দি পুলিশ সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি বলে পরিবারের অভিযোগ।