December 11, 2024

গৃহ বিবাদের জেরে স্ত্রীকে খুন করে শরীর থেকে চামড়া ছাড়ালো স্বামী

0
Image 649213 1677420177
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, কর্ণাটক ঃ গৃহ বিবাদ কোথায় নেই? কোন সংসারে অশান্তি হয় না! কিন্তু তাই বলে স্ত্রীকে খুন (Murdar) করে দেহ থেকে মাথা আলাদা করে তারপর রাতভর বসে শরীর থেকে চামড়া ছাড়ালো গুনধর স্বামী? সোমবার রাতে এমন নৃশংস ও নিকৃষ্টতম ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের (Karnataka) কুনিগাল এলাকার হুলিয়ারুদুর্গা শহরে। হাড়হিম করা খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই কেপে উঠলো সাধারণ মানুষের মন।

এদিকে, তুমকুরের পুলিশ সুপার অশোক ভেঙ্কট জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৩৫ বছর বয়সি এক মহিলার মৃতদেহ পাওয়া গেছে। তার স্বামী শিবরামও ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকারও করেছেন। কেন এমন মর্মান্তিক ভাবে খুন করলেন নিজের স্ত্রীকে? পুলিশের দাবি যে অভিযুক্ত স্বীকারোক্তি দিয়েছে, সে একটি করাতকলে কাজ করে। কিন্তু স্ত্রী পুষ্পলথার (৩৫) সঙ্গে প্রতিদিনই বিভিন্ন কারণে ঝগড়া লেগে থাকত।

সোমবার রাতে কাজ সেরে ফেরার পরেও স্ত্রী রাতের খাবার খেতে দেয়নি। এরপরই ঝগড়া চলাকালীন সে স্ত্রীকে খুন করে বলে পুলিশকে জানিয়েছে। অভিযুক্ত পুলিশের জেরায় আরও জানিয়েছে যে, ঝগড়া চলাকালীন আচমকাই সে স্ত্রীকে ছুড়ি দিয়ে আঘাত করে। স্ত্রী মাটিতে পড়ে গেলে রাগে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে বাড়িতে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথা কেটে ফেলে।

এখানেই না থেমে ছুরি দিয়ে স্ত্রীর দেহ থেকে চামড়াও ছাড়িয়ে ফেলে রাতারাতি! পরে আবার নিজেই ফোন করে কারখানার মালিককে হত্যার কথা জানায়। মালিকের কাছ থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে খুনের তদন্ত শুরু করেছে। 

Advertisements

Leave a Reply