মালদায় সরস্বতী পুজোর থিম বিবর্তনের ইতিহাস আদিম মানুষের গুহ

0


HnExpress মালদা, বিশ্বজিৎ মন্ডল ঃ এবছর মালদা জেলার কাজি গ্রাম অঞ্চলের শ্রীরামপুর এ.বি.এস ক্লাব এন্ড লাইব্রেরীর সরস্বতী পূজো ২১শে পদার্পণ করলো। এ বছর তাদের বিদ্যার দেবী সরস্বতী পুজোর নতুননত্বের থিম দর্শনার্থীদের নজর কাড়ার মতো। পুজো উদ্যোক্তা বিপ্লব মণ্ডল জানান, ১৯৯০ সাল থেকে পুজো করে আসছেন গ্রামের ছোট-বড় মহিলা পুরুষ থেকে প্রায় সকলেই।

এবছরের পুজোয় থীম হিসেবে ক্লাব সদস্যরা তুলে ধরেছেন বিবর্তনের ইতিহাস “আদিম মানুষের গুহ।” এই থিম দেখেই পুজো মন্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে চোখে পড়ার মতো। ক্লাবের সদস্যদের বক্তব্য পুজো মন্ডপে দর্শনার্থীদের পদার্পণের আশার আলোয় দিন গুনছিলেন তাঁরা। আর ইতিমধ্যেই পুজোর আগেই লকডাউন খুলে দিল রাজ্য সরকার।



যদিও সমাজ সচেতনতার লক্ষ্যে সতর্কবার্তা চালাচ্ছেন জেলা প্রশাসন। তবে লকডাউন খুললেও করোনা বিধি মেনেই দর্শনার্থীদের পুজো পরিক্রমা করতে এবং স্যানিটাইজার, মাক্স ব্যবহার করতে বলা হচ্ছে। পুজোর মন্ডপে প্রবেশ করতেই পুজো উদ্যোক্তারা দর্শনার্থীদের স্যানিটাইজার ব্যবহার করে মণ্ডপে প্রবেশের নির্দেশ দিচ্ছেন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply