বন্দেভারত ট্রেনের প্রথম লোকো পাইলট হলেন একজন মহিলা, কে তিনি?

0


HnExpress ওয়েবডেক্স নিউজ : প্রথম মহিলা লোকো পাইলট হিসেবে ভারতের সেমি হাইস্পিড ট্রেন বন্দেভারত চালালেন সুরেখা যাদব। অন্যদিকে এই সুরেখা-ই এশিয়া মহাদেশের প্রথম মহিলা লোকো পাইলট বা ট্রেন চালক। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দেভারতের চালকের আসনে কর্তব্যরত সুরেখার ছবি শেয়ার করেছেন৷



মধ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার প্রথমবারের জন্য বন্দেভারত এক্সপ্রেস চালান তিনি৷ মহারাষ্ট্রের সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যে পরিষেবা শুরু হয়েছে, সেই রুটেই চালকের ভূমিকায় রয়েছেন সুরেখা যাদব৷ ১৯৮৮ সাল থেকে ট্রেন চালানো শুরু করেন সুরেখা। তাঁর ঝুলিতে রয়েছে এশিয়া মহাদেশের প্রথম মহিলা লোকো পাইলটের খেতাব।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply