ভারত-শ্রীলংকার মধ্যকার নারী এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শনিবার

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ঃ ভারত-শ্রীলংকার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে প্রায় দুই সপ্তাহের নারী এশিয়া কাপের এবারের মিশন শেষ হচ্ছে আগামীকাল। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

তার আগে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) ট্রফি নিয়ে ফটোসেশনের জন্য বেছে নিয়েছে সবুজে মোড়ানো সিলেটের লাক্কাতুরা চা বাগানকে। এদিন বিকেল সোয়া ৪টার দিকে হারমনপ্রীত-চামারির ফটোসেশন অনুষ্ঠিত হয়। চা বাগানের উঁচু টিলায় ট্রফি হাতে দুজনে পোজ দেন হাসিমুখে।



এবারের এশিয়া কাপে সফল দল ভারত। এর আগে টুর্নামেন্টের ৭টি আসরের ৬টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর শ্রীলংকা চারবার ফাইনালে উঠে প্রত্যেকবারই রানার্স-আপ হয়।

চলতি টুর্নামেন্টে এশিয়া কাপে ফেভারিট হিসবেই খেলতে আসে ভারত। পাকিস্তান এর বিপক্ষে একমাত্র হার ছাড়া প্রতিটি ম্যাচেই জিতেছে দাপটের সঙ্গে। আর অন্যদিকে নাটকীয়ভাবে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে লংকানরা।



ফটোসেশনের আগে সংবাদ সম্মেলনে হারমনপ্রীত বলেন, ‘আমাদের জন্য ধারবাহিকভাবে ভালো খেলা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাস তৈরি করেছি কিন্তু এটা নতুন একটি খেলা। আমাদের এখানে থাকতে হবে, পজিটিভলি দেখতে হবে।’

অন্যদিকে চামারি বলেন, ‘আমি সবসময় পজিটিভলি খেলার চিন্তা করি। এটা আমাদের খেলার পরিকল্পনা। আমি আমার দলকেও বলেছি, পজিটিভভাবে খেলার জন্য।’

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply