TASAMM এর নিবেদনে অনুষ্ঠিত হল ”ফ্যাশন ফিয়েস্তা ২০১৯”

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ সামনেই আসছে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর তাই নিয়ে চারিদিকে চলছে খুঁটি পুজোর ধুম, আর এর পাশাপাশি থীম পুজোর অনুসারে বিভিন্ন প্যান্ডেলের সাজসজ্জার তোরজোড়। ঠিক তারই পাশাপাশি ইতিমধ্যে উৎসব প্রিয় বাঙালীরাও পরিকল্পনা শুরু করে দিয়েছেন এবছরের পুজোর দিনগুলোতে তারা কি ধরনের পোশাক পরবেন। কোন ধরনের পোশাক পরলে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায়, কিংবা কোন ধরনের পোশাক এবছর পূজোতে ফ্যাশনে টপে আছে। আর এই সব ভাবনার সমাধান করতেই হাজির TASAMM এর নিবেদনে ”ফ্যাশন ফিয়েস্তা ২০১৯”।

হ্যাঁ গতকাল, মানে ৭ই জুলাই, বিকেল ঠিক সাড়ে পাঁচটা নাগাদ ‘TASAMM‘ এর নিবেদনে আইসিসিআর -এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে TASAMM এর ডিরেক্টর তথা ফেমাস ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জির কালেকশন পরে রাম্পে হাঁটলেন খ্যাতনামা সেলিব্রিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের সাথে কলকাতার বিশিষ্ট মডেলরা। প্রসঙ্গত উল্লেখ্য, ”ফ্যাশন ফিয়েস্তা ২০১৯” নামক এই ফ্যাশন শো-এর থিম সং মানে মিউজিক তৈরি করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি। আর তাঁর মিউজিকের সঙ্গে তালে তাল মিলিয়ে পায়ে পায়ে এদিন রাম্প শো মাতিয়ে দিলেন প্রফেশনাল মডেলরা। প্রমিতের ডিজাইন করা পোশাকে কলেজ লাইফ এর টিনেজার অর্থাৎ বছর কুড়ি থেকে শুরু করে ৬০ বছর বয়সসীমার নারী ও পুরুষদের পোশাকের কালেকশন নিয়ে মেতে উঠলো এদিনের র‍্যাম্প শো।

মুলত আজকের এই ফ্যাশন-শো টিকে তিনটি বিভাগে বিভক্ত করেছেন ডিজাইনার প্রমিত মুখার্জি। ১. পুজো ফ্যাশন স্টেটমেন্ট ফর এথনিক রাউন্ড-ইন্ডিয়ান। যে রাউন্ডে পেশাদার মডেলদের পাশাপাশি শো-স্টপার হিসেবে দেখা যাবে বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের। ২. ওয়েস্টার্ন কুইন রাউন্ড। ৩. ইন্দো ওয়েস্টার্ন ফিউশন রাউন্ড ফর মেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবিকা মুখার্জি, রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনি ঘোষ, আরজে শ্রী বসু, নৃত্যশিল্পী ইন্দ্রানী গাঙ্গুলী, লাজবন্তী রায়, পুরুষ সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য, পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি, সুজয় কুমার চন্দ, পণ্ডিত মল্লার ঘোষ, শুভনিতা পাল, সুপর্ণা মুখার্জি, অভিনেতা সৈকত দাস, চিত্র পরিচালক অয়নজিৎ সেন, মেট্রোরেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডিরেক্টর সুজয় ঘোষ, সাংবাদিক মহঃ ইস্তিয়াক আলম প্রমুখ।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এই র‍্যাম্প শোয়ের সুযোগেই ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জির সাথে শোয়ের ফাঁকে একান্ত সাক্ষাৎকারে আমাদের সংবাদ প্রতিনিধি কথা বলে জেনে নিলেন তাঁর এই সাফল্যের ইতিকথা। প্রমিত তাঁর নিজস্ব জবানিতে জানালেন, “২০১১ সালে একটি আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনিং সংস্থা থেকে পাশ করি। তারপর কিছু ডিজাইনার এর বুটিকে গিয়ে শুরু করি আমার প্র‍্যাটিক্যাল কাজের প্র্যাকটিস। এরপর নিজের উদ্যোগেই ২০১৩ সালে আমি আইসিসিআর-এ ‘একতারা ফোক ফ্যাশন শো’ এর আয়োজন করি। আর এই ফ্যাশন শোই আমাকে একটা নিজস্ব পরিচিতি এনে দেয়। এরপর কাজের স্বীকৃতি স্বরূপ উত্তমকুমার অ্যাওয়ার্ড সহ বহু সম্মানও অর্জন করি। তিনি আরও জানালেন, আর এবছর মানে ২০১৩ তেই ডিজাইনের নিজস্ব ব্র্যান্ড “TASAMM” ওপেন করি।

আর এভাবেই একটু একটু করে আমার পায়ের তলার মাটি ক্রমশ শক্ত হতে থাকে। একে একে পাশে পেয়ে যাই বিশিষ্ট ব্যক্তিত্ব সহ শুভাকাঙ্খীদের। ২০১৪ সালে ইন্দো ওয়েস্টার্ন রাম্প শো করি। এই ফ্যাশন শোই আমাকে লাইমলাইটে এনে দেয়।” এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি প্রমিতকে। এখন প্রমিতের তৈরি এক সে এক অভিনব কালেকশনে রাম্প মাতাচ্ছেন টলিউড খ্যাত সেলিব্রিটি থেকে শুরু করে প্রোফেশনাল মডেলরা, নামি পুজো সংস্থার কর্মকর্তা ও বহু নামীদামী প্রতিষ্ঠান এর কর্তাব্যক্তিরা। আর সামনেই তো পুজোর বাজার, তাই এই মুহূর্তে প্রমিতও খুব ব্যস্ত নারী পুরুষ শিশু সহ সব বয়সের মানুষদের জন্য সব রকম স্বাদের পুজো স্পেশাল ফাটাফাটি কালেকশন তৈরির প্রচেষ্টায়। আর সেই স্পেশাল ফাটাফাটি কালেকশন এর সাজে নিজেকে অনন্য রূপে দেখতে চাইলে অবশ্যই আসতে হবে কিন্তু “TASAMM” এর শোরুমে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply