রবির আলোয় উজ্জ্বল হলো বাংলার মুখ
HnExpress শিখা দেব, কলকাতা ঃ রবির আলোয় উজ্জ্বল হয়ে উঠলো বাংলার (Bangla) মুখ। খেলোয়াড় রবি হাঁসদার একমাত্র গোলে কেরলকে পরাজিত করে বাংলা ৭৮তম সন্তোষ ট্রফির (Santosh Trophy) চ্যাম্পিয়ন হলো। টুর্নামেন্টে এটি রবির দ্ধাদশ গোল ছিল। এই গোলের সুবাদে সে ৫৪ বছর আগের মহম্মদ হাবির সর্বাধিক ১১টা গোলের রেকর্ড টপকে গেল।
টুর্নামেন্টের সবোর্চ্চ গোলদাতা ও সেরার পুরস্কারও পেল রবি হাঁসদা (Rabi Hnasda)। বাংলার কোচ সঞ্জয় সেন আইলিগের পাশাপাশি সন্তোষ ট্রফি জয়ের নজির গড়লো। টুর্নামেন্ট জুড়ে বাংলা দল অসাধারণ ফুটবল খেললো। ইষ্টবেঙ্গলের ঘরে সুপার কাপ, মোহনবাগানের আইএসএলের লিগ চ্যাম্পিয়ন হওয়া, আইলিগ চ্যাম্পিয়ন মহামেডান ক্লাব, আইলিগ তৃতীয় বিভাগের চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার ক্লাব।
বছরের শেষ দিনে (31st night) সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন হওয়াতে যেন এক বৃত্ত সম্পন্ন হলো। এদিন সর্বভারতীয় স্তরে বাংলার ক্লাব দলগুলোর পাশাপাশি রাজ্য দলের সাফল্য বিশেষ ইঙ্গিতবাহী হয়ে ওঠে। রাজ্যের সিনিয়র ফুটবলারদের (Senior Footballers) পাশাপাশি উদীয়মান জুনিয়র ফুটবলারদের সম্পর্কে আন্দাজ পাওয়া যায়। বছরের শেষটা বাংলার ফুটবলের ক্ষেত্রে উজ্জ্বল হয়ে রইলো।