January 21, 2025

পুজোর পরেই স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দফতরের

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ “সব কিছু ঠিক থাকলে পুজোর ছুটি শেষ হলেই স্কুল, কলেজ খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” আর সেরকম সিদ্ধান্তই রাজ্য শিক্ষা দপ্তরেরও। স্কুল খোলার সম্ভাব্য তারিখ আগামী ১৫ই নভেম্বর। আর সেইমত বিভিন্ন জেলার জেলাশাসক, প্রাথমিক ও মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রের খবর। সম্প্রতি বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করে শিক্ষাসচিব মণীশ জৈনের পৌরোহিত্যে দফতরের আধিকারিকরা এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

এরই মধ্যে স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন এবং সংস্কারের জন্য শিক্ষা দফতরের কাছে যে খরচের হিসাব পাঠানো হয়েছে, তা চলতি মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে বলে দপ্তর সুত্রে জানা গেছে। শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্যের ২৫টি জেলায় ৪৯ হাজার ৩৩৬টি প্রাথমিক, ১৪ হাজার ১৯৯টি মাধ্যমিক স্কুল রয়েছে। স্কুল খোলার আগে স্কুল চত্বর পরিষ্কার ও স্যানিটাইজেশন এর জন্য প্রাথমিক পর্যায়ের স্কুলে ৫ হাজার, উচ্চ প্রাথমিক পর্যায়ের ও মাধ্যমিক স্তরে ১০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।

স্কুলের নানা ক্ষেত্রে ক্ষয়ক্ষতি বা মেরামতির জন্যও আলাদা করে অর্থ বরাদ্দ করেছে শিক্ষা দফতর। বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে স্কুল সংক্রান্ত সেই সব খুঁটিনাটি বিষয়, যেমন ক্লাসরুম, পানীয় জলের উৎস, শৌচাগার, মিড ডে মিলের রান্নাঘর, বৈদ্যুতিন সরঞ্জাম, চেয়ার, টেবিল এবং বেঞ্চের অবস্থার ছবি চেয়ে পাঠানো হয়েছে স্কুলের পরিচালন সমিতির কাছে।

সেগুলো সারানোর প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখা হবে, আর থাকলে আনুমানিক খরচ কত তারও সম্ভাব্য হিসাব চাওয়া হবে। সেই সব খাতে টাকাও চলতি মাসের মধ্যে স্কুলগুলোকে দিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে, ২৯শে অক্টোবরের মধ্যে রাজ্যের স্কুলগুলিতে স্যানিটাইজেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

Advertisements

Leave a Reply