January 23, 2025

বর্ষবরণের রাতে দিঘার হোটেল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : বর্ষবরণের রাতে দিঘার হোটেল থেকে উদ্ধার এক মহিলার দেহ। বর্ষবিদায় এবং বর্ষবরণের মাঝে এই মহিলা পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দিঘা (Digha) অঞ্চল জুড়ে। এটা আদতে খুন, নাকি আত্মহত্যার ঘটনা সে বিষয় তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিস। স্থানীয় সূত্রের খবর, মৃত মহিলার নাম প্রীতি কর (১৯)। স্বামীর নাম প্রীতম ঠাকুর (২৫)।

জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান (East Burdwan) হিরাপুর থানার বাসিন্দা এই প্রীতম ঠাকুর পেশায় নাপিত তাঁর স্ত্রী প্রীতি করকে নিয়ে নিউ দিঘার এক হোটেলে উঠেছিলেন। মাস ছয়েক আগেই তাঁদের বিয়ে হয়েছে। রাত আড়াইটের সময়ে এই দম্পতির (Couple) রুম থেকে চিৎকার শুনে হোটেলকর্মীরা ছুটে যান সেখানে। আর গিয়ে দেখেন প্রীতি কর অচৈতন্য অবস্থায় খাটের উপর শুয়ে আছেন।

তাঁকে তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতালের চিকিৎসক পর্যাবেক্ষণ করে মৃত (Dead) বলে ঘোষণা করেন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মাত্র ছ’মাস আগে বিয়ে, তার মধ্যেই এমন কি ঘটল যে এই চরম পরিনতির শিকার হলো নববধূ! আসলে ঠিক কি ঘটেছিল সেদিন বদ্ধ কামরায়? কী ভাবে ঘটল এই মৃত্যু?

তা ময়নাতদন্তের (Postmortem) রিপোর্ট না আসা অব্দি বলা সম্ভব নয় বলে জানিয়েছে তদন্তকারী পুলিস। একটি সেলুনের মালিক ছিলো মৃতার স্বামী। ইতিমধ্যে ওই মহিলার বাবার কাছেও খবর পাঠিয়েছে দীঘা পুলিস (Digha Police)। বর্ষবিদায় ও বর্ষবরণকে ঘিরে দিঘায় নানা আমোদ প্রমোদভ্রমণ চলে প্রতি বছর। প্রসঙ্গত উল্লেখ্য, মহিলার হাতে ট্যাটু আঁকা ছিল।

থার্টিফার্স্ট ডিসেম্বর মানেই পর্যটকদের কাছের ভ্রমণস্থল হলো দি-পু-দা, যার মধ্যে সর্বপ্রথম দিঘার নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এবার সেটা আরও অনেক বেশিমাত্রায় ছিল। মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল বলে সুত্রের খবর। আর সেই দিঘা জুড়ে অমঙ্গলের কালো ছায়া নেমে এলো। ১লা জানুয়ারির বর্ষবরণের (New Year’s Eve) নানা অনুষ্ঠানের মধ্যেই ঘটে গেল এই অঘটন।

Advertisements

Leave a Reply