বিধ্বংসী অগ্নিকাণ্ড টাটা স্টিল প্ল্যান্টে, উত্তেজনা এলাকায়
HnRxpress নিজস্ব প্রতিনিধি, আসানসোল ঃ এবারে বিধ্বংসী আগুন লাগলো টাটা স্টিল প্ল্যান্টে। শনিবার জামশেদপুরে অবস্থিত এই স্টিল উৎপাদনকারী সংস্থার প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে টাটা স্টিলের প্ল্যান্ট। স্থানীয় সুত্রে জানা গেছে যে, স্টিল প্ল্যান্টে প্রচুর পরিমাণে দাহ্য রাসায়নিক মজুত ছিল, সেই কারণেই আগুন ছড়িয়ে পড়ার ঘটনাটা ঘটে।
এদিকে আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল বাহিনীদের। দমকল সূত্রে পাওয়া খবর, হটাৎ করে কী কারণে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শনিবার দুপুরে তীব্র বিস্ফোরণে পর স্টিল প্ল্যান্টে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন তাঁরা। জানা গিয়েছে, প্ল্যান্টের দুই জন কর্মী এই অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন দমকল আধিকারিকরা। আগুনের কারণে যারা আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।