এই মুহুর্তের বড় খবর, রবিবার সন্ধ্যায় আচমকা ভেঙে পড়ল ফরাক্কায় নির্মীয়মাণ নতুন সেতুর একাংশ

0

HnExpress ১৬ই ফেব্রুয়ারী, সৌভিক সিংহ রায়, মালদা : রবিবার সন্ধ্যায় আচমকা ভেঙে পড়ল ফরাক্কায় নির্মীয়মাণ নতুন সেতুর একাংশ। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। যদিও স্থানীয় সূত্র জানিয়েছে, মৃত শ্রমিকের সংখ্যা দুই।

আরও জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় নির্মীয়মাণ সেতুর এক ও দু’নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলছিল। সেই সময় আচমকাই ভেঙে পড়ে গার্ডারটি। সেখানে তখন কাজ করছিলেন প্রায় ৪০ জন শ্রমিক। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন শ্রমিক।

প্রথম দফায় ৭ শ্রমিককে উদ্ধার করা হলেও তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক। বাকি ৬ শ্রমিকের আঘাত গুরুতর বলেই জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত একজন শ্রমিক ধ্বংসস্তূপের নীচেই আটকে পড়ে আছেন। তবে তাঁকে উদ্ধার করার চেষ্টা চলেছে। দুর্ঘটনার পরে আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশবাহিনী।

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তবে রাতের এই অন্ধকারে কিছুটা ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply