গরমে নাজেহাল পশ্চিমবঙ্গ বাসীকে আশার কথা শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর

0

HnExpress জয় গুহ, ওয়েদার রিপোর্ট : আজ, মঙ্গলবারও পূর্বাভাসে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আরও কয়েকদিন তাপপ্রবাহ চলবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। তারপর আসবে স্বস্তির বর্ষা। আবহাওয়া অফিসের কথা অনুযায়ী আগামী দিনগুলিতে স্বাভাবিকের থেকে দুই বা তিন ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। তাপপ্রবাহ চলবে কলকাতা সহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

এই জেলাগুলির পাশাপাশি তাপমাত্রা চড়বে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানেও। প্রতিবছর জুনের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায় বর্ষা। তবে এবছর কেরলে বর্ষা দেরিতে ঢোকায় পশ্চিমবঙ্গেও দেরিতে ঢুকছে বর্ষা। প্রসঙ্গত, প্রায় এক সপ্তাহ দেরিতে কেরল উপকূলে গত শনিবার বর্ষার আগমন ঘটেছে।

For further details or any queries Plz contact us.

আবহাওয়া অফিসের মতে, দেরিতে ঢুকলেও ভালোই বৃষ্টি হবে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার আর কালিম্পঙে। বৃষ্টি দেরিতে আসার জন্যেই দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ।

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি। আবহবিদরা বলে থাকেন যে , যত বর্ষার দিকে মরসুম এগোয় তত আর্দ্রতা বাড়ে কিন্তু এবার আর্দ্রতা রয়েছে নিয়ম মেনে কিন্তু বর্ষার বৃষ্টির লক্ষণ অনিয়মের খাতায়। জ্যৈষ্ঠের শেষে এসে দোরগোড়ায় দাঁড়িয়ে ক্রমে বাড়ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পারদ।

If U like publish any type of Advertisements, Plz contact Us.

মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।সর্বনিম্ন তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ , সর্বনিম্ন ৫৯ শতাংশ।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
স্পষ্ট হয়ে যাচ্ছে কিভাবে তাপমাত্রা বাড়ছে এবং মঙ্গলবার কোনও মঙ্গলের সম্ভাবনা নেই উলটে দিনভর জারি ছিল গরমের দাপট।

কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে আগামী তিনদিন এই তাপমাত্রাই থাকবে। তাপপ্রবাহের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply