ভয়াবহ অগ্নিকান্ড বেসরকারি হাসপাতালে, বদ্ধ লিফটে ভয়ংকর মৃত্যু
HnExpress ওয়েবডেক্স নিউজ, তামিলনাড়ু : বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড। আর তাতেই লিফটে আটকে পুড়ে মৃত্যু হল কমপক্ষে শিশু সহ ৬ জনের। আহত আরও কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার মধ্যরাতে তামিলনাড়ুর (Tamilnadu) ত্রিচি রোডে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। নিমেষেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হলেও, আগুন থেকে বাঁচানো যায়নি এক শিশু সহ ৬ জনকে।
জানা গেছে রাত ৮টা নাগাদ ভয়াবহ আগুন লাগে তামিলনাড়ুর দিন্দিগুলের (Dindigul) এক বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে অনুমান, ইলেকট্রিকাল বোর্ডে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। সেখান থেকেই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। তবে বিস্তারিত তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিয়োয় এও দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে হাসপাতাল।
কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হয়ে আসছে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ছুটে আসে পুলিশ ও দমকল (Fire Brigade)। একদিকে উদ্ধারকাজ, অন্যদিকে আগুন নেভানোর প্রচেষ্টা শুরু হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে পুলিশ ও দমকলকর্মীরা হাসপাতালের ভিতরে ঢোকে।
একটি লিফটের ভিতর সংজ্ঞাহীন অবস্থায় ৬ জনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আরেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে হাসপাতালে থাকা বাকি রোগীদের নিরাপদে উদ্ধার করে অন্যত্র স্থানান্তরিত করা হয়। শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত।