December 11, 2024

আর লাইনে দাঁড়িয়ে প্রতিক্ষা নয়, এবারে সরকারি হাসপাতালের চিকিৎসার সুযোগ নিতে অনলাইনেই কাটুন টিকিট

0
Logolicious 20190606 211858.jpg
Advertisements

HnExpress বিশেষ প্রতিবেদন ঃ উফ্ কি বিরক্তিকর বাবা, এই এত লাইনে ঠায় দাঁড়িয়ে। একটা টিকিট কাটার জন্য এভাবে রুগী নিয়ে আর কাহাতক দাঁড়িয়ে থাকা যায় বলুন তো! তবে আর “No line, only Online”, এবারে সরকারি হাসপাতলের আউটডোরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা হাপিত্যেশ করে দাঁড়িয়ে থেকে টিকিট কেটে রোগী দেখানোর দিন শেষ হলো বলে।

কারণ এবার বাড়িতে বসেই নিজের স্মার্ট ফোন থেকেই কেটে নিতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট। এবার এমনই একটা অসাধারণ চমৎকার সুযোগ এনে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

আসুন এক নজরে দেখেনি সেই সুবিধা গুলি কি কি ঃ

👉 প্রথমে ভিজিট করুন স্বাস্থ্য দপ্তরের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট —www.wbhealth.gov.in

👉 এরপর Select করুন ‘OPD Tickests Booking’ এর এই অপশনটি। অথবা ক্লিক করুন নিচের লিঙ্কে —
http://onlinehmis.wbhealth.gov.in:8006

👉 এরপর একটি ফোন নাম্বার দিয়ে SUBMIT করুন, যেটাতে আপনি OTP টি পেতে চান।

👉 এবার আপনার ফোনের প্রাপ্ত OTP নাম্বারটি দিয়ে ফোন নাম্বার ভেরিভাই করুন।

👉 নাম্বার ভেরিফাই করার পর নতুন একটা পেজ খুলবে, সেখানে Drop down মেনু থেকে Select করুন কোন্ সরকারি হসপিটালের ODP এর টিকিট নিতে চান আপনি।

👉 যে তারিখে, আপনার পছন্দের যে ডাক্তারবাবুকে যত নাম্বার রুমে দেখাতে চান সেই সমস্ত তথ্য সহ অন্যান্য সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে সেভ করুন, ব্যস তাহলেই আপনার টিকিট বুক ও কনফার্ম হয়ে গেল। এবার নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় পৌঁছে যান আপনার পছন্দের হাসপাতালের OPD বিভাগে।

রাজ্যের যে সমস্ত মেডিক্যাল কলেজ হসপিটালে এই সুবিধা গুলি চালু হলো সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো ঃ—

👉 N.R.S. MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 S.S.K.M HOSPITAL & IPGMER.

👉 R. G. KAR MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 CALCUTTA NATIONAL MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 MURSHIDABAD MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 BANKURA SAMNILANI MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 IPGMER & SSKM Annex-1 BANGUR INSTITUTE OF NEUROSCIENCES.

👉 MALDA MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 MIDNAPUR MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 BARDWAN MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 NORTH BENGAL MEDICAL COLLEGE & HOSPITAL.

If U like publish any type of Advertisements, Plz contact Us.

👉 PURULIA GOVT MEDICAL COLLEGE & HOSPITAL/ DEBEN MAHATO SADAR HOSPITAL.

👉 COOCHBEHAR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL, MJN HOSPITAL.

👉 RAIGANJ GOVT MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 DIAMOND HARBOUR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL.

👉 RAMPURHAT GOVT MEDICAL COLLEGE & Hospital.

Plz search ঃ—

http://onlinehmis.wbhealth.gov.in:8006

Advertisements

Leave a Reply