বিটকয়েন সহ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের উপর RBI এর নিষেধাজ্ঞা না-মঞ্জুর করল সর্বোচ্চ উচ্চ আদালত

0

সুরভিত তথা সুরক্ষিত পরিবেশের জন্য আজই ব্যবহার করুন DAFFODIL

HnExpress ৪ঠা মার্চ, ওয়েবডেক্স নিউজ ঃ ২০১৮ সালের ৬ই এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নির্দেশিকা জারি করেছিল দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংক লগুলির জন্য। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, নির্ধারিত সময়ের তিনমাস পর থেকে ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটে কোনো ব্যাঙ্কই না টাকা পাঠাতে পারবে, আর না সেই টাকা কোন ব্যাঙ্কে পুনরায় ট্রান্সফার করা যাবে। আর আজ সেই বিটকয়েন সহ ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগের উপর থেকে RBI এর সমস্ত নিষেধাজ্ঞা খারিজ করল দেশের সর্বোচ্চ উচ্চ আদালত।

RBI- এর ২০১৮ সালের সেই নির্দেশনামা আজ বুধবার সম্পূর্ণ রূপে খারিজ করা হল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের নেতৃত্বে। প্রসঙ্গত, RBI —এর এই নির্দেশনামাকে চ্যালেঞ্জ জানিয়ে IMAI (International and Mobile Association of India) সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল, আজ তারই রায় পাশ হলো। মূলত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি কোন বৈধ মুদ্রা নয়, তাকে কি করে RBI নিষিদ্ধ বলে ঘোষণা করতে পারে, IMAI এর দায়ের করা মামলার দাবিতে বিষয় বস্তু ছিল এমনটাই।


So Emmy, Test Main Best —”TWIT”

 


সাথে তারা এটাও দাবি করেন যে, আদতে ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের পণ্য মাত্র। অন্যদিকে শীর্ষ ব্যাঙ্ক নিজেদের স্বপক্ষের যুক্তিতে জানিয়েছেন যে, তারা আসলে ক্রিপ্টোকারেন্সিকে একটি ডিজিটাল লেন-দেন এর মাধ্যম হিসেবে বিবেচনা করেছিল। আর তাই তারা বহুবার এর ব্যবহার বিধি নিয়ে জনস্বার্থে বার্তা প্রচার করেছেন। কিন্তু আজ দুই পক্ষের সওয়াল জবাবের পরে সুপ্রিম কোর্টের বিচারপতি আর নরিম্যান, ভি রামসুব্রহ্ম্যম ও অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চের নেতৃত্ব ক্রিপ্টোকারেন্সির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিল RBI -কে।

সবশেষে, এই ক্রিপ্টোকারেন্সি আসলে কি? এটি হলো একটি ডিজিটাল মুদ্রা মাত্র। তবে এটা কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাঙ্কের দ্বারা তৈরি করা হয় না। এটি খুব জটিল কম্পিউটার প্রোগ্রামিংয়ের দ্বারা ক্রিপ্টোগ্রাফির অ্যালগরিদ মেনে তৈরি করা হয়। আর একমাত্র অনলাইনেই এর দ্বারা কেনাবেচা করা যায়। অন্যদিকে বিটকয়েন হল সেই ক্রিপ্টোকারেন্সি জাত বিশ্বের সর্বোচ্চ মূল্যের ডিজিটাল কারেন্সি বা মুদ্রা।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply