September 10, 2024

নিমতার তৃণমূল নেতার খুনের দায়ে গ্রেফতার হল উত্তরপাড়া থেকে অভিযুক্ত সুপারি কিলার

0
Advertisements

HnExpress অলোক আচার্য, বিরাটি : নিমতায় তৃণমূল নেতার খুনের দায়ে গ্রেফতার করা হল উত্তরপাড়া থেকে অভিযুক্ত সুপারি কিলারকে। ধৃতের নাম সুজয় দাস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার ও ৩ রাউন্ড কার্তুজ। উদ্ধার হয়েছে খুনের সময় ব্যবহৃত বাইকটিও। এদিন বিকালে ডিসি জোন-২ জানিয়েছেন, মুর্শিদাবাদ থেকে আনা হয়েছিল এই ভাড়াটে খুনিকে। মুর্শিদাবাদের বড়োঞাঁ থেকে ভাড়া করে আনা হয় শার্প শ্যুটার সুজয় দাসকে।

If U like publish any type of advertisements, Plz contact Us.

ধৃত বিজেপি কর্মী সুমন কুণ্ডু-ই তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে খুনের বরাত দেয় সুজয় দাসের হাতে। মঙ্গলবার সন্ধ্যায় নিমতার ঠাকুর তলায় খুন হন তৃণমূল নেতা নির্মল কুণ্ডু। বাইকে করে আসে দুষ্কৃতীরা। তারপর গুলি করেই চম্পট দেয়। হামলার ঘটনার বিস্তারিত সিসিটিভি ফুটেজের মাধ্যমে সামনে আসতেই দেখা যায়, পুরো ফিল্মি কায়দায় হামলা চালানো হয়েছিল তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর উপর।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিস নিশ্চিত হয় যে, এটা কোনও পাকা হাতের কাজ। কারণ যেভাবে চলন্ত বাইক থেকে বাঁ হাতে নিশানা করে তৃণমূল নেতাকে গুলি করা হয়েছে, তা কোনও শার্প শ্যুটার ছাড়া সম্ভব নয়। ধৃত বিজেপি কর্মী সুমন কুণ্ডু ও উত্তম মণ্ডলকে জেরায় এরপরই উঠে আসে সুপারি কিলার নিয়োগের কথা। জেরায় সুপারি কিলার নিয়োগের কথা কবুল করে ধৃত বিজেপি কর্মী। এরপরই উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হয় খুনিকে।

Advertisements

Leave a Reply