রবিবারের বৈঠকী আড্ডা ঃ ষষ্ঠ ভাগ

0

HnExpress একটু অন্যরকম, নূপুর সাহা ঃ

বলিদান
~~~~~~~

বিধান দিয়ে – পাজি দেখে খেললো যে সব পুতুল বিয়ে।
ও মেয়ে তোর কষ্ট কি আর
"ঝি" হবি তুই প্রাণ দিয়ে।

পুতুল বিয়ের ভোজ হবে গো
খাবে যে সব প্রাণ ভরে।
ও মেয়ে তুই লক্ষী হয়ে সৌভাগ্য কে নিবি লড়ে।

পুতুল বিয়ের আলাপ সালাপ যৌতুকে দর কষে।
ও মেয়ে তোর হাতের জাদু ঘর কন্যায় আসবে সব বশে।

<img class="wp-image-7596 alignnone size-full" src="http://hnexpress.co.in/wp-content/uploads/2019/06/inshot_20190606_2203390653892524583863925588.jpg" width="3000" height="1800" />

<strong><em>যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। </em></strong>

পুতুল বিয়ের প্রাত্র হলো "জামাই রাজা" সাত খুনেতে মাপ।
ও মেয়ে তুই বলির পাঠা
দিবি কি মাঝ নদীতে ঝাপ?

পুতুল বিয়ের আয়োজনে
পাড়া পড়শী সব মাতে।
বিচার-আচার কিসের কি বা
ভালো-মন্দ জুটবে যে সব পাতে।।
~~~~~~~~~~~~~~~~~

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply