রবিবারের বৈঠকী আড্ডা ঃ ষোড়শ ভাগ

0

HnExpress একটু অন্যরকম আড্ডা, নূপুর সাহা ঃ

একটি মানবী প্রাণ
★~~~~~~★~~~~~~‌‌‌‌‌‌‌‌‌★

চঞ্চলা, চপলা, সরলা
হরিণী সম,
অবাধ তার গতি।
বাধা হীন প্রান্তর
ছকহীন নিয়মহীন
তার চলাচল।
বিধাতা যেন শূন্যতার
ঝুলি দিয়ে ভিক্ষা
চাইতে পাঠিয়েছে।
এমনি সেই চাওয়া,
যে সর্ব শান্ত করে ছাড়ে।

পিতা পরিত্যক্তা মাতার
এক রত্তি মেয়ে।
মা জীর্ণ, শীর্ণ রোগ ভোগে অর্ধমৃত।
শৈশবে মাথায় চোট পেয়ে,
জীবনের স্বাভাবিক ছন্দ পতন।
এতেই যদি হতো, তবে তা
মানবী প্রাণ হতো না!
রূপ ঢালতে বিধাতার
কাপর্ণ্য নেই, এহেন ঘরে এমন রূপের
আগুন জ্বালিয়ে কি হয়?
যে আগুনে নিজেকেই
পুড়ে শেষ হতে হয়।

ছোট বালিকা ক্ষিধের তাড়নায় এ বাড়ি সে বাড়ি যায়।
ক্ষিধে পেলে চৌর্যবৃত্তিও করে।
পরিনামে উত্তম -মধ্যম প্রহারও
জোটে বরাতে।
শুধু দুইটি টাকাই তো চায়,
ক্ষুধার নিবৃত্তির জন্য।

এই তো সমাজের চিত্র,
যেখানে অবলা, অসহায়
মানবী প্রাণও আজ মূল্যহীন।
মানবিকতার দৃষ্টিতে কেউ
দেখে না যাদের।
দেখে কেউ কেউ, তবে তা অন্য নজর
দিয়ে।

অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এবছরের পুজো পরিক্রমা ২০১৯, যারা যারা আমাদের সাথে সহযোগী পার্টনার ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হতে ইচ্ছুক তারা অতিসত্বর যোগাযোগ করুন ঃ ৬২৮৯২৩৫০৭৬।

কুমারী কিশোরীর নব যৌবনের টান,
তাকে ভোগের লালসায়
রাতের অন্ধকারে স্কুল ঘরে
চলতে থাকে এক পাশবিক
খেলা।
শুধু দুই টাকার বিনিময়ে
এক পঞ্চাশোর্ধ্ব নরপশু এই
খেলার খেলোয়াড়।
মেয়েটির কিন্তু হুশ নেই কোনোদিকে, দুটি টাকাতেই সে খুশি।

এই খবর অজ্ঞাত নয় যুব সমাজের কাছে!
দুইটি টাকার বিনিময়ে তারাও
ওসব শুনতে চায়।
লোকটি কি কি করে, কোথায় কোথায় স্পর্শ করে ইত্যাদি।
আ্যসাইলামে রাখার কথায় তারা দেখলাম নারাজ।
সব দেখে শুনে মনে হলো ওদেরও ওকে ভোগ করার ইচ্ছা।

একটি দরিদ্র মানবী প্রাণ, এতেই যদি হতো!
রূপই কি সর্বনাশের হেতু, নাকি এই নিষ্ঠুর নির্মমতার বীজ লুকিয়ে আছে সমাজের-ই কোন অদেখা অন্ধকারে? আর এই পোড়া দেশেই মাতৃ রূপে বন্দনা হয় নাকি সেই এক নারীরই!

শুধু দুই টাকার বিনিময়ে
এক পঞ্চাশোর্ধ্ব নরপশু এই
খেলার খেলোয়াড়।
মেয়েটির কিন্তু হুশ নেই কোনোদিকে, দুটি টাকাতেই সে খুশি।

এই খবর অজ্ঞাত নয় যুব সমাজের কাছে!
দুইটি টাকার বিনিময়ে তারাও
ওসব শুনতে চায়।
লোকটি কি কি করে, কোথায় কোথায় স্পর্শ করে ইত্যাদি।
আ্যসাইলামে রাখার কথায় তারা দেখলাম নারাজ।
সব দেখে শুনে মনে হলো ওদেরও ওকে ভোগ করার ইচ্ছা।

একটি দরিদ্র মানবী প্রাণ, এতেই যদি হতো!
রূপই কি সর্বনাশের হেতু, নাকি এই নিষ্ঠুর নির্মমতার বীজ লুকিয়ে আছে সমাজের-ই কোন অদেখা অন্ধকারে? আর এই পোড়া দেশেই মাতৃ রূপে বন্দনা হয় নাকি সেই এক নারীরই!

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply