January 15, 2025

রবিবারের বৈঠকী আড্ডা ঃ পঞ্চদশ ভাগ

0
Advertisements

HnExpress একটু ভিন্ন স্বাদের আড্ডা, সুমিত কুমার বৈদ্য ঃ

===♥== রাবেয়া ==♥===

আজ অনেকদিন পরে
মধ্যাহ্নের অবসরে –
আবছায়া রোদ্দুর জানালার ফাঁকে দিচ্ছে উঁকি,
হঠাৎ যেন আমার ব্যস্তজীবন করল ভ্রুকুটি!
দেবযানীর অভিশাপ হয়ে মনের গভীরে
পেলাম খুঁজে তারে,
আমার প্রথম প্রেমের অস্তিহীন কায়া –
সে শুধুই রাবেয়া…..

ইট-কাঠ-কংক্রীটের স্তুপে
মহামৃত্যুঞ্জয় ব্যবসা ফেঁদেছে নার্সিংহোম রূপে,
আমি রয়েগেছি ভারবাহী কচের মতো
রাজপোষাকে জেরবার অভীশপ্ত!
সেই প্রথম প্রেমের স্নিগ্ধতা
তুলিহাতে ক্যানভাসে আঁকা তার চোখের ব্যাকুলতা,
আজকের অবসরে আবার নতুন করে
দিল উঁকি আমার স্মৃতির কুঠিরে!
মায়াবিষ্টের মত চকিতপলকে
নিলাম তুলে ক্যানভাস আর তুলিকে,
সত্ত্বার মাঝে দপ করে ওঠে স্মৃতির আলেয়া!
সে আমার হারানো প্রেম রাবেয়া….

আলেয়ার পিছে ঘুরে
মনের অগোচরে,
রঙ-তুলিতে ফুটেওঠে জমেথাকা মনের তৃষা,
খোলাচুলে একলা দুপুরে তার চোখের রঙিন নেশা !
আমাকে মাতাল করে নিয়ে চলে ইন্দুলেখার দিকে,
লালরঙে ডুব দিয়ে ক্যানভাসের তুলিটাকে
নিয়ে চলি তার সিঁথির’পরে,
যেখানে আমার স্মৃতিরসমাধি প্রেমের আরতি করে।

কম্পমান হাতে রাঙাতে গিয়ে সিঁথিটারে
হাতের রঙতুলি গেল পড়ে,
রাঙেনি সিঁথিটা, রেঙেছে কপাল লাল হয়ে !
ফেটেছে কপাল, ধর্মের ইটের ঘায়ে।
তোমার আজান আর আমার হরিনাম হয়নি একসাথে গাওয়া,
তাই আমার ব্যর্থপ্রেমের কাহিনী হয়ে রয়েগেছ তুমিই রাবেয়া…

Advertisements

Leave a Reply