ডায়মন্ডহারবার আদালতের অন্তর্ভুক্ত চারটি থানা নতুনভাবে কাকদ্বীপ আদালতের সঙ্গে যুক্ত হওয়ার প্রতিবাদে চলছে ধর্মঘট
HnExpress জয় গুহ, কাকদ্বীপ ঃ ডায়মন্ড হারবার আদালতের অন্তর্ভুক্ত চারটি থানা নতুনভাবে কাকদ্বীপ আদালতের সঙ্গে যুক্ত হওয়ার প্রতিবাদে ডায়মন্ডহারবার ক্রিমিনাল ও ফৌজদারি আদালতের আইনজীবীরা এদিন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এর পথে হাঁটল। ডায়মন্ড হারবার আদালতের অন্তর্ভুক্ত রায়দিঘি মথুরাপুর মন্দির বাজার ও কুলপি থানাও কাকদ্বীপ পুলিশ জেলার অন্তর্ভুক্ত হয়।
এই থানার যাবতীয় সমস্ত মামলা কাকদ্বীপ আদালতের স্থানান্তরিত করার আদেশের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছিল। ধর্মঘটে সামিল ছিলেন ৫০০ আইনজীবী ও ৪০০ মুহুরী। আইনজীবীদের দাবি আদালতের অন্তর্ভুক্ত এই চারটি থানাকে ডায়মন্ডহারবার আদালতেরই অন্তর্ভুক্ত রাখতে হবে।
নয়তো ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্ভুক্ত চারটি থানাকে নতুন করে ডায়মন্ড হারবার কোর্টের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিতে প্রায় কয়েক’শ আইনজীবী ধর্মঘটের পথ বেছে নিয়েছে। এদিকে ধর্মঘটের জেরে চরম অসুবিধায় পড়ছে কয়েক হাজার বিচার প্রার্থীরা।