শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সুবিদার্থে রাজ্য সরকারের নয়া প্রকল্প “উৎসশ্রী”

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ রাজ্য সরকার তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণার এক অভিনব উদ্যোগ, প্রকল্প “উৎসশ্রী”। যা হলো  সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক/ উচ্চ প্রাথমিক/ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য অনলাইনে একটি ট্রান্সফার পোর্টাল।

যার শুভ উদ্বোধন আজ ৩১শে জুলাই ২০২১ বেলা ২টোয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। সাধারণত এই অনলাইন টান্সফার পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলো পাওয়া যাবে তা নিম্নরূপ ঃ—

✪ সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক/ উচ্চপ্রাথমিক/ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য টান্সফার পোর্টালের মাধ্যমে অনলাইনে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন।
✪ আবেদনকারীরা তাদের আবেদনের বিভিন্ন পর্যায়ের অবস্থানের কথা জানতে পারবেন।
✪ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের অনলাইনে আবেদন ট্রান্সফারের আবেদন নির্দিষ্ট সময় নিষ্পত্তি করা হবে।

আরও বিশদে জানতে যোগাযোগ করুন  নিচে দেওয়া মেইল আইডিতে বা  কল করুন ট্রোল ফ্রি নাম্বারে, মেল আইডি ঃ onlineteachertransfer@gmail.com
মোবাইল নাম্বার : 8902602519
ট্রোল ফ্রি নাম্বার : 1800-102-3154.

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply