ST, SC ও OBC দের জাতীয় শংসাপত্র প্রদান
HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ২৫ শে আগস্ট বেলা ১১ টায় ডেবরা অডিটোরিয়াম হলে এস.টি, এস.সি ও ও.বি.সিদের জাতীয় শংসাপত্র প্রদান করা হয়। পাট্টা প্রদান, সহ একাধিক সরকারী কর্মসুচী গ্রহন করা হয়েছে ডেবরা বিডিও ও ডেবরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ডেবরা থানা এর সহযোগিতায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ মানস রঞ্জন ভুঁইয়া, জেলা শাসক পি মোহনগান্ধী, খড়্গপুর এস.ডি ও সুদীপ সরকার, স্থানীয় বিধায়ক সেলিমা খাতুন, ডেবরা থানার ওসি আশিষ কুমার জৈন, জেলা পরিষদ সদস্য বিকাশ ভুঁইয়া, বিবেক মূখার্জী, সাংসদ প্রতিনিধি অলোক আচার্য্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রায় ৮০০ জনকে বিভিন্ন সরকারী পরিসেবা প্রদান করা হয়। আদিবাসী জনগোষ্ঠীর ভোট ব্যাংক ফেরত পেতে সরকারের বকলমে শাসক দলের এই উদ্যোগ বলে রাজনৈতিক মহলের ধারণা।