চরম আর্থিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা


HnExpress বিশেষ প্রতিবেদন ঃ চরম আর্থিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা। দেশটিতে দিনের ১৩ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ পরিষেবা। বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানি, খাদ্য ও ওষুধপত্র সহ অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারছে না শ্রীলঙ্কার সরকার। যে কারণে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে ফলমূল এবং শাকসবজির দাম এখন গগনচুম্বী। প্রতি কেজি আপেল এই মুহূর্তে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। নাশপতির কেজি দর দেড় হাজারে গিয়ে ঠেকেছে।
দেশটির খাদ্যপণ্য বিক্রেতারা বলেন, ৩-৪ মাস আগে আপেল প্রতি কেজি বিক্রি হতো ৪০০-৫০০ টাকায়। এখন যা এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি নাশপাতি ৭০০ টাকা দরে বিক্রি হতো, এখন প্রতি কেজি দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে দেশের প্রতিটি মানুষ। ধুকছে শিক্ষা ব্যবস্থা, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কারণ খাতা-বই, পেন যোগান দিতে অক্ষম সরকার। সে দেশের সরকার সব কিছু চীনের কাছে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ দেশবাসীর।

শ্রীলঙ্কা সরকার চীনের কাছে বেজায় ঋণগ্রস্ত। আর এটাই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে। এখন সে দেশের মানুষের কাছে পর্যাপ্ত অর্থ নেই। অন্যান্য দেশের কাছ থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে শ্রীলঙ্কাকে। একদিকে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন, কিন্তু অন্যদিকে তাদের টাকা দিন দিন ফুরিয়ে আসছে। ফলে সরকারের প্রতি অসন্তোষ এবং ক্ষোভ বেড়েই চলেছে দেশবাসীর।