September 8, 2024

ইউরো কাপের স্বপ্নের আকাশে স্পেনের শিরোপা

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ ইউরো কাপ ফুটবলের রুদ্ধশ্বাস ফাইনালে স্পেন (Spain) ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জয়ের পতাকা উড়িয়ে শিরোপা জিতে নিল। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে স্পেন ও ইংল্যান্ডের তরুণ ফুটবলাররা একে অপরকে টেক্কা দেওয়ার জন্যে লড়াইয়ে মেতে ওঠেন। তবে স্পেনের ইয়ামালের পায়ের কাজে অনেক সময় ইংল্যান্ডের (England) বেলিংহামরা পিছিয়ে পড়ছিলেন।

আর খেলার প্রথম পর্বে গোল হয়নি। তবে দ্বিতীয় পর্বে স্পেন অনেক বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে ৪৭ মিনিটে গোল পেয়ে যায়। আর সেই গোলটি করেন নিকো উইলিয়ামস (Nicco Williams)। বল বাড়িয়ে ছিলেন সেই ইয়ামাল। পিছিয়ে থেকে ইংল্যান্ড আক্রমণ জোরদার করে ৭০ মিনিটের খেলায় সমতা ফিরিয়ে আনেন পরিবর্ত খেলোয়াড় পানামা।

দুই দলই আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ গড়ে তুলে খেলার রঙ বদল করে দেয়। শেষ পর্যন্ত স্পেন (Spain) আসল লক্ষ্যে পৌঁছে যায়। খেলা শেষ হওয়ার ঠিক ৪ মিনিট আগে ওয়ারজারেলের গোলে স্পেন আবার ইউরো কাপ (Euro cup) ঘরে তুলে নিল। ইংল্যান্ডের সব স্বপ্ন অধরাই থেকে গেলো। শেষ হাসি হাসলো ফুয়েন্তের স্পেনই। এই নিয়ে তাঁরা চারবার ইউরো কাপ জেতার কৃতিত্ব দেখাল। 

Advertisements

Leave a Reply