September 8, 2024

সৌরভ “মোহনবাগান রত্ন,” আর ইস্টবেঙ্গলে “ভারত গৌরবে” ভূষিত হতে চলেছেন

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ ভারতের প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দুই প্রধান “মোহনবাগান রত্ন” (Mohunbagan Ratna) আর ইস্টবেঙ্গলের “ভারত গৌরবে” (Bharat Gourab) ভূষিত হতে চলেছেন। আগামী ২৯শে জুলাই মোহনবাগান দিবসে সৌরভ গাঙ্গুলিকে “মোহনবাগান রত্ন সম্মান” দেওয়া হচ্ছে। আর ১লা আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে সৌরভকে দেওয়া হচ্ছে “ভারত গৌরব সম্মান।”

বৃহস্পতি বার সাংবাদিক বৈঠকে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, সৌরভ গাঙ্গুলি মোহনবাগান ক্লাবে টানা নয় বছর খেলেছেন। খেলেছেন ভারতীয় ক্রিকেট দলেও। তাঁকে সম্মানিত করতে পেরে আমরাও গর্বিতবোধ করচ্ছি। তিনি আরও জানান, এবারে ক্লাবের পক্ষ থেকে এই প্রথম রেফারিকেও (Referee) সম্মানিত করা হবে। আর সেই সম্মান পাচ্ছেন দিলীপ সেন।

সংগঠক হিসেবে সম্মানিত হবেন সাদার্ন সমিতির সচিব ও আই এফ এ -র সহ সভাপতি সৌরভ পাল। উদীয়মান ফুটবলার “ফুটবলার” হিসাবে সম্মান পাবেন সুহেল ভাট। এছাড়াও আরও কিছু পুরস্কার পাচ্ছেন খেলোয়াড়রা। এদিকে মোহনবাগান (MohunBagan) তিনটি ম্যাচ শেষে জয়ের মুখ দেখলো।

এদিন নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান ১-০ গোলে পিয়ারলেস দলকে হারিয়ে এবারের কলকাতা ফুটবল লিগে প্রথম জয়ের মুখ দেখলো সবুজ মেরুন সমর্থকরা। জয়সূচক গোলটি করেন থুমসান টাংসিন। এই জয়ে মোহনবাগান শিবিরে কিছুটা আত্মবিশ্বাস ফিরে আনতে পারে বলে বিশ্বাস।

Advertisements

Leave a Reply