গ্যাসের সিলিন্ডার ফেটে করে গুরুতর যখম হলেন ছয় ব্যাক্তি
HnExpress ওয়েবডেক্স নিউজ, উত্তর প্রদেশ : শুক্রবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ছয়জন ব্যাক্তি। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ রাজ্যের গৌতমবুদ্ধ নগর জেলার সেক্টর ৪৪ এলাকায়। গুরুতর ঝলসে যাওয়া নীরজ সাইনি এবং ভীম সাইনিকে চিকিৎসার জন্য ২৭ নম্বর সেক্টরের কৈলাস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সঙ্গে বাকি চারজন সেই জেলার ৩৯ নম্বর সেক্টরের জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৩৯ নম্বর সেক্টর কোতোয়ালি পুলিশ জানায়, ছালেড়া গ্রামের এক নম্বর রাস্তায় অরু সাইনির বাড়ি রয়েছে। সেখানে ভাড়ায় থাকেন তিনি। শুক্রবার রাত আটটার দিকে রান্না করার সময় ছোট সিলিন্ডারে আগুন লাগে।
তার কিছুক্ষণ পরই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে উপস্থিত গণেশ কুমার, ক্যাপলি, সালাম, ইস্তেখান, নীরজ সাইনি ও ভীম সাইনি নামের ব্যাক্তিরা প্রায় ঝলসে যায়। খবর পেয়েই তড়িঘড়ি পুলিশ এসে আগুনে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করেন। নীরজ ও ভীমের শরীরের প্রায় ৩০ শতাংশ অংশ পুড়ে গেছে।
সিএফও প্রদীপ কুমার চৌবে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে রওনা হয়। তবে ফায়ার ব্রিগেড আসার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা গেছে। আগুনের দাপটে রান্নাঘরের জিনিসপত্রও পুড়ে গেছে।