রৌদ্রের দেখা না মেলায় শুকোচ্ছে না সরস্বতী প্রতিমা, চিন্তার ভাঁজ জেলার প্রতিমা কারিগরদের
HnExpress ২৫শে জানুয়ারী, পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর ঃ মাঝে আর মাত্র হতে গোনা কটা দিন তার পরেই সরস্বতী পূজা, এদিকে আকাশের মুখ ভার থাকায় সময় মত প্রতিমা শুকোচ্ছে না। তাই এখন মাথায় হাত পড়ছে জেলার প্রতিমা শিল্পীদের।
সময়ের সাথে আধুনিকতার ছোয়া লেগে অবশ্য বিগত বছরের থেকে প্রতিমার চাহিদা বেরেছে অনেকটাই। কিন্তু সেই পরিমাণ চাহিদার যোগান দিতে গিয়ে বাধ সেধেছে সূর্যের এই আলো ছায়ার খেলা।
বেশ কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সূর্যদেবতা মুখ ফেরানোর ফলে এখন তৈরি হওয়া সরস্বতী প্রতিমার কাজ কি ভাবে সম্পূর্ণ হবে তা ভেবে কুল পাচ্ছেন না প্রতিমা কারিগররা।
অনেক আগেই শেষ হয়েছে মাটির কাজ, মাটি শুকানো সম্পন্ন হবার পরই প্রতিমার রং এবং অন্যান্য সাজের কাজ করতে পারবেন শিল্পীরা। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ঠিকঠাক মত প্রখর রোদ না ওঠায় এখনও অব্দি প্রতিমার মাটি শুকোয়নি।
ভালো ভাবে মাটি না শুকানোর ফলে কাজ এগোতে পারছেন না মৃৎশিল্পীরা। এই মতো অবস্থায় কিভাবে মন্ডপে মণ্ডপে ডেলিভারি করবেন অর্ডার নেওয়া প্রতিমা সেই নিয়েই বিশাল চিন্তার ভাজ প্রতিমা শিল্পীদের কপালে।
এদিকে যেভাবেই হোক পুজোর আগেই সরস্বতী প্রতিমা গুলো সম্পূর্ণ করে পৌঁছাতে হবে জেলার প্যান্ডেলে প্যান্ডেলে, তাই এখন দিনরাত এক করে গ্যাস মেশিন দিয়ে প্রতিমা শুকানো ছাড়া কোন উপায় নেই, এমনটাই জানাছেন এলাকার প্রতিমা শিল্পীরা।