December 11, 2024

আরজি কর কান্ডে সন্দীপ ঘোষকে কড়া বার্তা হাইকোর্টের, ১৫ দিনের ছুটি মঞ্জুর স্বাস্থ্য দপ্তরের

0
Rg Kar Principal 820x480
Advertisements

সোমবার সকালে RG Kar এর অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। শুধু তাই নয়, সরকারি চাকরি ছেড়ে দেবেন বলেও দাবি করেছেন। কিন্তু বিকেলেই ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালের অধ্যক্ষ পদে বহাল করা হয় তাঁকে। তিনি কি এতটাই ক্ষমতাশালী? প্রশ্ন কলকাতা উচ্চ আদালতের।

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ আরজি কর কান্ডে সন্দীপ ঘোষকে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট (Kolkata Court), ১৫ দিনের ছুটি মঞ্জুর স্বাস্থ্য দপ্তরের। এদিন আরজি কর (RG Kar Hospital) সংক্রান্ত মামলার প্রথম দিনের শুনানিতেই একাধিক প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। চিকিৎসকের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, হাইকোর্টের নজরে এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ (Principle) সন্দীপ ঘোষ।

সোমবার সকালে আরজি কর থেকে পদত্যাগ করলেও, বিকেলেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ দেওয়া হয়। কতটা ক্ষমতাশালী লোক হলে তাঁকে কয়েক ঘণ্টার মধ্যেই এভাবে ‘পুরস্কার’ দেওয়া যেতে পারে? তা নিয়েই এবার প্রশ্ন তুলেছে স্বয়ং উচ্চ আদালত। শুধু তাই নয়, সন্দীপ ঘোষ যাতে বিকেল ৩টের মধ্যে লম্বা ছুটিতে চলে যান, তার নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি।

কেন প্রিন্সিপ্যালকে (Principle) পুনর্নিয়োগ করা হল, “এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, এদিন সকালেই অধ্যক্ষ পদত্যাগ করলেন নিজেকে নীতিবাগীশ দেখিয়ে। আর আশ্চর্যজনক ভাবে তাকেই পুরস্কার দিয়ে বিকেলে অন্য জায়গায় দায়িত্বে বসানো হল।” এই প্রসঙ্গে প্রধান বিচারপতি হলফনামা চাইলে, রাজ্য বলে, ‘আমরা হলফনামা দিতে রাজি আছি।’ সন্দীপ ঘোষের আইনজীবীর কাছে প্রধান বিচারপতি (Chief Justice) জানতে চেয়েছেন, “কীভাবে একজন ইস্তফা দেওয়ার পর,

২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে পদে ফেরত আনা হয়? আপনি কি এতটাই পাওয়ারফুল লোক? আপনি তো এ হাসপাতালের অভিভাবক। আপনার যদি নির্যাতিতার প্রতি সহানুভূতি না থাকে, তাহলে আর কার থাকবে? কোনও মানুষ কিন্তু আইনের উর্ধ্বে নয়।” প্রধান বিচারপতি এদিন সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ইস্তফাপত্র ও নতুন নিয়োগপত্র দেখতে চেয়েছেন।

তিনি বলেন, “আমরা দেখতে চাই, পদত্যাগ পত্রে কী লিখেছেন প্রিন্সিপাল?” সব শেষে প্রধান বিচারপতি বলেন, “আজ বিকেল তিনটের মধ্যে সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে চলে যেতে, না হলে আমরা আইনত ভাবে প্রয়োজনীয় নির্দেশ দিতে বাধ্য হব।” সেই মর্মে এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তর (State Health Department) থেকে আগামী ১৫ দিনের ছুটি মঞ্জুর করিয়েছেন প্রাক্তন প্রিন্সিপাল সঞ্জয় ঘোষ।

Advertisements

Leave a Reply