December 11, 2024

বুনিয়াদপুরে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

0
Screenshot 2022 0103 195706.png
Advertisements


HnExpress জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর ঃ ২০২২ এ বছরের শুরুতেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে পালিত হলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। উল্লেখ্য রাজ্য জুড়ে পথ দুর্ঘটনা কমাতে ২০১৬ সালে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনের উদ্যোগ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার, নতুন বছরের শুরুতেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বংশীহারী থানার পুলিশের পক্ষ থেকে সেই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে শহর জুড়ে একটি সচেতনতামূলক বাইক ও সাইকেল র‍্যালি করা হয়, যা সারা শহর পরিক্রমা করে।



এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, ডিএসপি ট্রাফিক বিল্লা মঙ্গল সাহা, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, হরিরামপুর থানার ওসি জয়ৎপল বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে নীল-সাদা বেলুন এবং পায়রা উড়িয়ে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড চত্বরে একাধিক পথ সচেতনতার বার্তা দেন প্রশাসনিক আধিকারিকরা।

Advertisements

Leave a Reply