ডায়মন্ড হারবারের ১১৭নং জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যাহত

0

HnExpress সাবির হোসেন হালদার, ডায়মন্ড হারবার ঃ ভারী বর্ষণ এর জন্য দক্ষিণবঙ্গের মানুষ চাতকের ন্যায় তাকিয়ে, চাষের উপযোগী জমি বানাতেই হিমশিম অবস্থা। আর এর সাথে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মত ডায়মন্ড হারবারের মানুষের চিন্তা বাড়িয়েছে হুগলি নদীর ধসে যাওয়া ভয়ঙ্কর রূপ। NH117 ডায়মন্ড হারবারের পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা নদীর শাখা হুগলী নদীর করাল গ্রাসে পড়তেই যানচলাচল অস্বাভাবিক হয়ে পড়ে ডায়মন্ড হারবারের জনবহুল রাস্তাঘাট।

এই রাস্তা দক্ষিণে কাকদ্বীপ, নামখানা, রামগঙ্গা, পাথরপ্রতিমা, লক্ষ্মীকান্তপুর, রায়দিঘির সাথে যুক্ত। কিন্তু মূল সড়কেই ধস নামার কারণে বর্তমানে সব কয়টি রুটেই গাড়ী চলাচলে তৈরি হয়েছে সমস্যা। সাময়িকভাবে সমস্যা সমাধানে ডায়মন্ড হারবার রেল স্টেশনের পাশ থেকে রাস্তাটি দিয়ে গুরুদাসনগর হয়ে বিকল্প পথে মূল সড়কে উঠছে ছোট বড়ো গাড়ি। তবে এটা বেশ সমস্যার বিষয়।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

উল্লেখ্য, সুন্দরবন সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ চলছে ডায়মন্ড হারবার সহ বহু জায়গায়। কিন্তু এদিকে প্রায় 100 মিটার রাস্তা ধসে নদী গর্ভে চলে যাওয়ায় কিভাবে সমস্যার দ্রুত সমাধান করা হবে তা নিয়ে বেশ ধন্ধে প্রশাসন থেকে রাস্তা তৈরির কর্তৃপক্ষ (PWD), বা স্থানীয় অধিবাসী থেকে নিত্যযাত্রীরাও। তার উপর নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। তাই এই অবস্থায় কত দ্রুত মূল সড়ক মেরামত করে স্বাভাবিক অবস্থায় ফেরানো যায় এখন সেই দিকেই তাকিয়ে সকলে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply