১লা এপ্রিলের গোড়াতেই শুরু হবে ৭টি ব্যাঙ্কের পাসবুক ও চেকবুকের নবীকরন

0

HnExpress ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ আচ্ছে দিনের মোহে দেশের অর্থনৈতিক মন্দা যে কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে তা অনেকেরই ধারনার বাইরে, আবার অনেকে ধারনা করে শিউরে উঠছে। সূত্রের খবর, ব্যবসায় মন্দার কারনেই কিছু মাস আগে জিওর অফারের জন্য বিভিন্ন টেলিফোন প্রযুক্তি গুলি মার্জ হয়ে গেছে। যেমন ভোডাফোন আইডিয়া মিলে ভিআই ইত্যাদি। ভোটের আবহেই পয়লা এপ্রিল থেকেই বাতিল হচ্ছে সাতটি ব্যাঙ্কের চেকবই এবং পাসবই।

বাতিলের একটাই কারন ব্যাঙ্ক সংযুক্তিকরন। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জুড়ে যাচ্ছে অন্যান্য ব্যাঙ্কের সাথে। ফলে বাতিলের নিয়ম তাদের ক্ষেত্রেই কার্যকর হতে চলেছে। পাল্টে যাবে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এমআইসিআর কোড। সংযুক্তিকরনের তালিকাতে আছে দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাঙ্ক।

গ্রাহকদের আগে থেকেই জেনে রাখা দরকার কোনো ব্যক্তি উপরোক্ত ব্যাঙ্কগুলির গ্রাহক হন, তবে যত তাড়াতাড়ি সম্ভব নতুন চেকবুক ও পাসবুকের জন্য আবেদন করতে হবে। আবেদন করতে দেরি হলে পরবর্তী কালে লেনদেনে সমস্যার হতে পারে। সূত্রের খবর অনুযায়ী ২০১৯ এর ১লা এপ্রিল দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক সংযুক্ত হয় ব্যাঙ্ক অফ বরোদার সাথে। আগামী ১লা এপ্রিল থেকে সেক্ষেত্রে ওই ব্যাঙ্কগুলির গ্রাহকদের ব্যাঙ্ক অফ বরোদার চেকবই ও পাসবই নতুন ভাবে প্রযোজ্য হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংযুক্ত হয়ে গিয়েছে। আগামী ৩১শে মার্চ এর পর নতুন পাসবুক দেওয়া হবে এবং ৩১শে মার্চ পর্যন্ত পুরানো পাস বুকেই কাজ করা হবে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংযুক্ত হয়ে গিয়েছে অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক এর সাথে। ইন্ডিয়ান ব্যাঙ্ক সংযুক্ত হয়েছে এলাহাবাদ ব্যাঙ্কের সাথে।

আরও জানা গেছে, নতুন ভাবে আগামী ৩১শে মার্চের মধ্যে গ্রাহকদের পাসবুক এবং চেকবুক বদলানোর পাশাপাশি আপডেট করতে হবে মোবাইল নম্বর, ঠিকানা, উত্তরাধিকারের নাম স্বাভাবিক নিয়মে। এরপর করনীয় বিভিন্ন জায়গায় দেওয়া ব্যাঙ্কিং তথ্য বদলাতে হবে কারণ ১লা এপ্রিল থেকেই নতুন ব্যাঙ্কের পাসবুক ও চেকবুক ব্যবহার বাধ্যতামূলক হতে চলেছে সরকারী নিয়মে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply