September 8, 2024

ছন্দে ফিরতেই লাল হলুদ বড় ব্যবধানে হারালো পুলিশ এসি দলকে

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ ডার্বি ম্যাচের (Derby Match) পরের খেলায় ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করেছিল কাস্টমসের সঙ্গে ড্র করে। কিন্তু শুক্রবারের ঘরের মাঠে দারুন ফুটবল খেলে লাল হলুদ দল মানে ইস্টবেঙ্গল (East Bengal) ৬-০ গোলে হারিয়ে দিল পুলিশ এসি দলকে। লাল হলুদের আক্রমণ প্রতিরোধ করতে কোনও ব্যারিকেড তৈরি করতে পারেনি পুলিশ। আক্রমণের ঝড়ে পুলিশের রক্ষণভাগ এলোমেলো হয়ে যায়।

খেলার ১৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন সায়ন ব্যানার্জী। সায়ন এদিন প্রথম থেকেই খেলেছেন। ৪১ মিনিটে লাল হলুদের দ্বিতীয় গোলটি আসে পি ভি বিষ্ণুর পা থেকে। দ্বিতীয় পর্বে বৃষ্টি ভেজা আরও বেশি উজ্জীবিত ফুটবল খেলতে থাকেন লাল হলুদ দলের ফুটবলাররা।

৬৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন শ্যামল বেসরা। ৬৭ ও ৭২ মিনিটে পর পর দুটি গোল করেন জেসন টি কে। হালকা চালে খেলে ৮৪ মিনিটে গোল পেয়ে যান আমন সি কে। এদিন মাঠে প্রচুর সমর্থক আসেন। খেলা দেখেছেন সিনিয়র দলের কোচ কার্লোস কুয়াদ্রাত (Carlos Kudrat)। তিনি খেলা দেখে বেজায় খুশি।

Advertisements

Leave a Reply