মুক্তমঞ্চ দ্বারা আয়োজিত “রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী বর্ষ” পালন

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ বৃহস্পতিবার, ৬ই জুন সকালে টালিগঞ্জের অন্তর্গত নেতাজি নগরের প্রশান্ত শূর উদ্যানে শান্ত সুন্দর পরিবেশে ”মুক্তমঞ্চ” পালন করল ‘রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী বর্ষ’। এই অনুষ্ঠানে মূক্তমঞ্চের সদস্য/সদস্যারা সংগীত, কবিতা, আবৃত্তি, গীতি আলেখ্য এবং ‘কর্ন-কুন্তি সংবাদ’ পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে কবি নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর বক্তব্য রাখলেন, ডঃ শ্রীতম মজুমদার এবং শ্রী পল্লব কুমার পাল।

For further details or any queries Plz contact Us

অনুষ্ঠানে আমাদের সদস্য শ্রী আর.এস.খানুজা, যিনি হিন্দি সাহিত্য জগতে ‘রাওয়াল পুষ্প’ নামে খ্যাত এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী দ্বারা সম্মানিত ও বিহারের মাননীয় রাজ্যপাল শ্রী লালজী ট্যান্ডন দ্বারা সম্মানিত হওয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন, তাঁকে মানপত্র, উত্তরীয় ও পুষ্প-স্তবক দিয়ে স্থানীয় পৌরপিতা মৃৃত্যু্ঞ্জয় চক্রবর্তী সম্মান প্রদান করেন।

এইদিনই আমাদের এক সদস্যের সুযোগ্য সন্তান রজত কুমার হাজরাকে কৃতী ছাত্র হিসাবে দ্বাদশ শ্রেনীতে উত্তীর্ন হওয়ার জন্য ‘স্মারক ফলক’ প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এর পাশাপাশি এইদিন মুক্তমঞ্চের বাৎসরিক ‘স্মারক পত্রিকা’ও প্রকাশিত হয়। সমগ্র অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকমন্ডলীর উপস্থিতি উৎকর্ষতা অর্জন করে।

If U like publish any type of Advertisements, Plz contact Us.

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply