পুলিৎজার পুরস্কৃত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী শহীদ হলেন আফগানিস্তান সংঘর্ষে

0

HnExpress নিজস্ব প্রতিনিধি ঃ প্রকৃত বীরের ন্যায়ই অমৃতলোকে পাড়ি দিলেন চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। নিজের কর্তব্যের প্রতি অবিচল থেকে পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী শহীদ হলেন আফগানিস্তান সংঘর্ষে।

সম্প্রতি সেই পেশার তাগিদেই আফগানিস্তানে গিয়েছিলেন তিনি। একের পর এক বিধ্বংসী আপডেট তুলে ধরছিলেন বিশ্ববাসীর কাছে। আর তার মধ্যেই কান্দাহারের স্পিন বলডাক জেলায় মারাত্মক সংঘর্ষ চলাকালীন মৃত্যু হল সংবাদসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক দানিশের। 

ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুর খবর জানিয়েছেন। শুক্রবার একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘গত রাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকির মৃত্যুর খবরে আমি ভিষণ শোকাহত।

আফগান বাহিনীর ঘেরাটোপে ছিলেন ভারতীয় সাংবাদিক তথা পুলিৎজার পুরস্কারজয়ী। কিন্তু কাবুলে যাওয়ার দু’সপ্তাহ আগে ওঁনার সঙ্গে দেখা করেছিলাম আমি। তাঁর পরিবার এবং রয়টার্সের প্রতি সমবেদনা জানাই।’ 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply