সবুজায়নে পরিবেশ সচেতনতা পদযাত্রা ও চারাগাছ প্রদান

0

HnExpress অলোক আচার্য, নিউ বারাকপুর : এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নগর সবুজায়নে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে “সবুজ বাঁচাও, সতেজ থাকো” শীর্ষক পরিবেশ সচেতনতা বণার্ঢ্য পদযাত্রার আয়োজন করল উত্তর ২৪ পরগণা জেলার নিউবারাকপুর পৌরসভা।

রবিবার সকালে পুরভবনের সামনে থেকে এক বিরাট পদযাত্রা বের হয়। পুরভবনে টবে মেহগনি চারাগাছ লাগিয়ে গাছে জল দিয়ে পদযাত্রার শুভ উদ্বোধন করেন নিউবারাকপুর পৌরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার। এদিন শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস উপলক্ষে ক্ষুদিরামের প্রতিচ্ছবিতে মাল্যদান করে শ্রদ্বার্ঘ্য জানান পুরপ্রধান সহ উপপুরপ্রধান মিহির দে সহ বিশিষ্ট গুনিজনেরা।

পরিবেশ সচেতনতার প্রসারে পুরসভার অধিনে স্বাস্থ্যসাথী প্রকল্পের মহিলাকর্মীরাও গাছ লাগান প্রাণ বাচাঁন, একটি গাছ একটি প্রাণ, প্লাস্টিক বর্জন করুন, জল অপচয় বন্ধ করুন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় শহর সবুজায়নে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে সচেতনতার পদযাত্রায় আপনিও সামিল হন, এরকমই বিভিন্ন প্লাকার্ড হাতে বার্তা দেওয়া হল নিউব্যারাকপুরের পুরসভার পক্ষ থেকে।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এই পদযাত্রা পুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পরিশেষে ১৭৫ নং মিনিবাস স্টান্ডের সামনে এসে শেষ হয়। এদিন পদযাত্রায় উপস্হিত ছিলেন নিউ বারাকপুর থানার ওসি হিমাদ্রি ডোগরা সহ পশ্চিমবঙ্গের কারা দপ্তরের সচিব আই এ এস নারায়ন সরকার, নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ড. অনিরুদ্ধ বিশ্বাস, বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী।

এছাড়াও উপস্থিত ছিলেন আই এম এ বঙ্গীয় রাজ্য শাখার প্রাক্তন সভাপতি ডা: চন্দন চ্যাটার্জি, চলন্তিকা সব পেয়েছির আসরের ব্যান্ড সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন ও বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধি সহ পুর এলাকার সকল নাগরিকবৃন্দ। এদিন পুরপ্রধান তৃপ্তি মজুমদার উপস্থিত বিভিন্ন অতিথিদের ও স্থানীয় নাগরিকদের হাতে সুন্দর সবুজ পরিবেশ গড়ে তুলতে মেহগনী, বয়রা, মহুয়া ও শিশু পেয়ারার চারাগাছ প্রদান করেন।

গতকাল এই সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানটির সামগ্রিক পরিচালনার ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিউ বারাকপুর পুরসভার পুর দলনেতা প্রবীর সাহা। এদিন পুরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের হাতে সাত শতাধিকের উপর চারাগাছ বিতরণ করা হয়।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply