September 10, 2024

সোশ্যাল মিডিয়াতে নিজের হট ছবি পোস্ট করায় বাতিল হলো মেডিকেল লাইসেন্স

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, ভাস্কর বাগচি, ১৬ই জুন : তিনি পেশায় একজন চিকিৎসক। দোষের মধ্যে মডেলিংও করেন আর কি, তবে তাতে কি? হ্যাঁ তাতেই যত গোলমাল। একগুচ্ছ বিকিনি-পরা সেক্সি ছবি ফেসবুকে পোস্ট করায়, তীব্র সমালোচনা ও শাস্তির মুখে পড়লেন এক লেডি ডাক্তার। মায়ানমারের ২৮ বছরের ওই মডেল কাম ডাক্তার নঙ মি সানের মেডিকেল লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

মেডিক্যাল কাউন্সিল থেকেই তাঁর এই লাইসেন্স বাতিল করেছে বলে সুত্রের খবর। এদিকে নং মি সান জানিয়েছেন, এই শাস্তি প্রত্যাহারের জন্য প্রয়োজনে তিনি আর্জি জানাবেন। তবে বিশেষ সুত্রে জানা গিয়েছে, টানা ৪ বছর জেনারেল ফিজিশিয়ান হিসেবে প্র্যাক্টিস করলেও, সম্প্রতি মডেলিং-এর দিকেই ঝুঁকেছিলেন নং মি সান।

যে কারণে তিনি বিগত ২ বছর ধরে সেভাবে আর ডাক্তারি টাই প্র্যাক্টিস করেননি। তবে এই মহিলা ডাক্তারের বক্তব্য, রোগী দেখার সময় কি আমি সেক্সি পোশাক পরি নাকি? তাহলে কেন, আমার মেডিকেল লাইসেন্স বাতিল হবে? মেডিক্যাল কাউন্সিল অবশ্য এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

Advertisements

Leave a Reply