এবার পুলিশ কর্মীর বিরুদ্ধে উঠল ডাকাতির কেসে ফাঁসানোর অভিযোগ

0

HnExpress জয় গুহ, নদীয়া ঃ ঘুষ না দিলে ব্যাংক ডাকাতি কেসে ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার পুলিশের এক সাব ইন্সপেক্টর ও তার সাথে জড়িত এক তৃণমূল নেতাও। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহে। ধৃত পুলিশ কর্মী অনুপ পাল চাকদহ থানার এসআই পদে কর্মরত ছিলেন।

আর তৃণমূল নেতা শুভাশিস দে গ্রামপঞ্চায়েত প্রধানের ভাই। সূত্রের খবর, গত বছর অগাস্ট মাসে চাকদহ থানার সূতার একটি সমবায় ব্যাংকে ডাকাতি হয়। সেই ঘটনায় তদন্তকারী অফিসার ছিলেন এসআই অনুপ পাল। আর অভিযোগ, জুন মাসের ৫ তারিখে ওই সমবায় ব্যাংকের কর্মী বিশ্বজিৎ ঘোষের কাছে হঠাৎই ৩ লক্ষ টাকা দাবি করে এসআই অনুপ পাল।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এদিকে সুত্রের খবর, ধৃত তৃণমূল নেতার মাধ্যমে বিশ্বজিতের কাছ থেকে ওই টাকা দাবি করেছিল পুলিশ কর্মী। টাকা না দিলে বিশ্বজিৎ বাবুকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন তাঁরা। এরপরই আইনজীবীর সঙ্গে পরামর্শ করে দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ ঘোষ। ওই তৃণমূল নেতার বাড়িতে ওই বিপুল পরিমাণ টাকা ঘুষ নেওয়ার সময় ২ অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখার গোটা টিম সহ অফিসারেরা।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply