December 11, 2024

হুগলির ধনিয়াখালি এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর

0
Img 20190823 220410.jpg
Advertisements

HnExpress সীমান্ত বাগ, হুগলি ঃ বাসের সাথে বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহির। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার অন্তর্গত ধনিয়াখালি থানা অধিনস্থ এলাকার দশঘড়া পঞ্চাননতলায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু স্বহৃদয় ব্যাক্তিরা সেই গুরুতর আহত বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

যদিও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম সালাম মণ্ডল, [বয়স ৫০]। বাড়ি রোজিপুর গ্রামে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে বাসটি দশঘড়া থেকে তারকেশ্বর দিকে যাচ্ছিল, আর উল্টো দিক থেকে অর্থাৎ তারকেশ্বর দিক থেকে দশঘড়ার দিকে যাচ্ছিল বাইক আরোহী।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫।

সেই সময় এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বাইকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে যায়। বৃদ্ধারও চোট লাগে, তবে তিনি এখন কিছুটা সুস্থ। আর বাসটি ছিলো মেমারির তারকেশ্বর রুটের। যদিও বাসটিকে আটক করা হয়েছে, তবে ড্রাইভার ও কন্ডাকটর এখনো পলাতক।

Advertisements

Leave a Reply