কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের নতুন বস্ত্র প্রদান করা হলো

0

HnExpress ১৬ই অক্টোবর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ আজ শুক্রবার প্রেস ক্লাব, কলকাতা-র উদ্যোগে এবং ‘স্মরণম ফাউন্ডেশন’ এর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এক মহতী সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয় প্রেসক্লাব কক্ষে। আজকের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রায় এক’শ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষকে বাঙালির আসন্ন শ্রেষ্ঠ দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র প্রদান করা হলো।

এছাড়াও এদিন, সমাজের পিছিয়ে পড়া ছোট বড় শিশুদের হাতে তুলে দেওয়া হল, ডাল, ভোজ্য তেল, চিনি, চিঁড়ে, হলুদ, নুন, বিস্কুট ইত্যাদি। সেই সঙ্গে করোনা মোকাবিলার জন্য দেওয়া হল পরিশুদ্ধ মাস্ক তৎসহ বিছানার চাদর, শাড়ি, গেঞ্জি, সাবান, নারকেল তেল, চা ইত্যাদি।

এদিনের আনন্দমুখর ও সামাজিক দায়বদ্ধতার এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলম বাজার রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী শারদাত্মানন্দ, রামকৃষ্ণ মঠের সদস্য সুশান্ত রায়, স্মরণম ফাউন্ডেশনের চেয়ারম্যান অজিত ভার্মা প্রমুখ। আজ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply